শুভ-মার্শালের হাফ সেঞ্চুরিতে মেট্রোর সাতে সাত
ছবি: শামসুর রহমান শুভ, ক্রিকফ্রেঞ্জি
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা মেট্রোর শুরুটা তেমন ভালো হয়নি। নাঈম হাসানের ঘূর্ণির সামনে দলটির টপ অর্ডার সেভাবে কিছুই করতে পারেনি। ফলে ৩৭ রানেই তিন উইকেট হারায় মেট্রো। ছয় বলে ১৩ রান করা ইমরানউজ্জামানকে বোল্ড করেন নাঈম।
জাওয়াদের ঝড়ো হাফ সেঞ্চুরি, মুশফিক-শান্তর রাজশাহীর বিদায়
১৮ ডিসেম্বর ২৪এরপর আনিসুল ইসলামকে খালি হাতে বিদায় করেন শহিদুল ইসলাম। নিজের খেলার দ্বিতীয় বলে স্টাম্পিং হয়ে মাঠ ছাড়েন আনিসুল। এরপর ১২ বলে ২২ রান করা নাইম শেখকে কট এন্ড বোল্ড করে বিদায় করেন নাঈম।
তারপর ৯৬ রানের জুটি গড়েন শুভ এবং মার্শাল। এই জুটি ভাঙেন ফাহাদ। ৪২ বলে ৫১ রান করা মার্শালকে প্যাভিলিয়নে ফেরান তিনি। এরপর আর সেভাবে সুবিধা করতে পারেনি মেট্রো। শেষ ওভারে আহমেদ শরিফের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৪৮ বলে ৫৬ রান করেন শুভ।
বিশ ওভারে আট উইকেটে ১৫৮ রানে থামে মেট্রোর ইনিংস। চট্টগ্রামের হয়ে তিনটি উইকেট নেন আহমেদ শরিফ। দুটি করে উইকেট নেন নাঈম এবং ফাহাদ। একটি উইকেট যায় শহিদুলের ঝুলিতে।
মেট্রোকে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর
২৪ ডিসেম্বর ২৪জবাবে সাইকুর রহমান এবং ইয়াসির আলী চৌধুরীর রাব্বির লড়াইয়ের পরও এই ম্যাচে হারে চট্টগ্রাম। বিশ ওভারে নয় উইকেটে ১৪১ রান করে দলটি। সাদিকুর ৪৪ বেওং রাব্বি ৪৬ রান করেন। মেট্রোর বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন রাকিবুল হাসান, আরাফাত সানি এবং আমিনুল ইসলাম বিপ্লব।
চট্টগ্রামের ইনিংসে পাঁচ ব্যাটারই এ দিন বোল্ড আউট হন। ১৭ রান করা মাহমুদুল হাসান জয়কে বোল্ড করেন বিপ্লব, চার রান করা শহিদুল বোল্ড হন আলিস আল ইসলাম, পাঁচ রান করা সাব্বির হোসেনকে বোল্ড করেন রাকিবুল হাসান, চার রান করা নাঈমকে বোল্ড করেন আরাফাত, শূন্য রানে আবু হায়দার রনির বলে বোল্ড হন আহমেদ শরিফ।