
টানা ২ ম্যাচ হারলাম, অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা একটু কঠিন: জাকের
অবশেষে এশিয়া কাপের নড়বড়ে স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে ১১ রানে হেরে হেরে আসরের সুপার ফোর থেকে বিদায় নিল টাইগাররা। ফাইনালে আর ভারতকে মোকাবেলা করা হলো না লাল সবুজের দলের। হারের পর যারপরনাই হতাশ ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক।