
‘বুলবুল সর্বময় ক্ষমতার অধিকারী, সে ক্ষমতা ব্যবহার করেছে’
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফর্ম জমা দিয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরের জন্য মনোনয়ন দেয়নি তাদের আবেদন বাতিল করেছেন আমিনুল ইসলাম বুলবুল। সেই সঙ্গে প্রধান নির্বাহীর পরিবর্তে নিজে স্বাক্ষর দিয়ে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দিতে বলেছেন বিসিবি সভাপতি। যা নিয়ে ব্যাপকভাবে আলোচনা তৈরি হয়েছে। ইফতেখার রহমান মিঠু জানান, বিসিবি সভাপতি সর্বময় ক্ষমতার অধিকারী এবং তিনি সেই ক্ষমতা ব্যবহার করেছেন।