কোনো কারণ ছাড়া কারো ফোন নেয় না আকু: মিঠু
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল বেশ কিছু। এর ফলে এবারের বিপিএলে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট (আকু) বেশ তৎপর। বিপিএলের অনেক ফ্র্যাঞ্চাইজি আকুর তৎপরতায় কিছুটা বিরক্ত। শুক্রবার এসব নিয়ে অভিযোগ করে সংবাদ সম্মেলনও করেছে ঢাকা ক্যাপিটালস। তাদের বিরুদ্ধে হুট করে খেলোয়াড়ের রুমে ঢুকে পড়া, ব্যাটিং করতে নামার আগে ক্রিকেটারদের জেরার মুখে ফেলা মতো অভিযোগ তুলেছে তারা।