সাকিবের জন্য সব সময় দরজা খোলা: মিঠু

বাংলাদেশ
সাকিবের জন্য সব সময় দরজা খোলা: মিঠু
সাকিব আল হাসান ও ইফতেখার রহমান মিঠু
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। দেশের মাটিতে টেস্ট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বিক্ষোভের মুখে তা সম্ভব হয়নি। ভারত সিরিজের পর থেকে তিনি আর জাতীয় দলে নেই।

যদিও কদিন পরপরই সাকিবকে ফেরানো নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের। কদিন আগেই বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছিলেন এই অলরাউন্ডারের দলে ফেরার বিষয়টি দেখবেন নির্বাচকরাই।

এবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা আছে। সাকিব এখন ব্যস্ত গ্লোবাল সুপার লিগে। দুবাই ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর বল হাতে নিয়েছেন ৪ উইকেট।

এরপরই আবার সাকিবকে দলে ফেরানো নিয়ে কথা হচ্ছে। এমন অবস্থায় মিঠু বলেছেন, 'বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা কিন্তা করছে...'

তিনি সাকিবের ফেরার ইঙ্গিত দিয়ে বলেছেন, 'আগে কীভাবে চলেছে জানি না কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।'

গ্লোবাল টি–টোয়েন্টি লিগে নিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেন্সের বিপক্ষে মাঠে নেমেছিল দুবাই ক্যাপিটালস। এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে দুবাই। পাঁচ নম্বরে নেমে সাকিব ব্যাট হাতে ১০ বলে করেন ৭ রান, যার মধ্যে ছিল একটি ছক্কা।

বোলিংয়েও ইনিংসের সূচনা করেন সাকিব। তবে প্রথম ওভারেই হোবার্ট ওপেনার বেন ম্যাকডরমট তুলে নেন দুটি বাউন্ডারিসহ ১০ রান। পরের তিন ওভারেও সাকিব খুব বেশি রান দিলেও উইকেট পাননি কোনো। তিনি ৪ ওভারে ৩৪ রান দিয়ে বোলিং কোটা শেষ করেন। এই ম্যাচে দুবাই হারে ৭ উইকেটে।

আরো পড়ুন: সাকিব আল হাসান