বিশ্বকাপের সময় বিসিবির নতুন টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ
নিরাপত্তা ঝুঁকিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। সরকারের এমন সিদ্ধান্তের কারণে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি। বিশ্বকাপ খেলতে না যাওয়ায় অবসর সময় পার করতে হচ্ছে ক্রিকেটারদের। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ দলে থাকা ও জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।