
নাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
অনবদ্য এক সম্মাননা পেতে যাচ্ছেন টেস্টে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়া জেমস অ্যান্ডারসন। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য 'নাইটহুড' উপাধি দেয়া হচ্ছে ইংল্যান্ডের কিংবদন্তি এই পেসারকে।
অনবদ্য এক সম্মাননা পেতে যাচ্ছেন টেস্টে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়া জেমস অ্যান্ডারসন। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য 'নাইটহুড' উপাধি দেয়া হচ্ছে ইংল্যান্ডের কিংবদন্তি এই পেসারকে।
সাদা বলের ক্রিকেটে নতুন অধিনায়ক খুঁজে নিলো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এখন থেকে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ইসিবি।
সামনেই ব্যস্ত সূচি ইংল্যান্ডের। এর আগেই বড় ধাক্কা খেল দলটি। সামনেই জিম্বাবুয়ে ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে ইংলিশদের। এই সিরিজ দুটিতে পাওয়া যাবে না অলি স্টোনকে। এই পেসার হাঁটুর চোটে পড়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়েছেন বাটলার। ডানহাতি উইকেটকিপার ব্যাটার সরে দাঁড়ানোয় নতুন অধিনায়ক খুঁজছে ইংল্যান্ড। কদিন আগে ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট ওয়েলস বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক রব কি জানিয়েছিলেন, বেন স্টোকসকে ওয়ানডে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা ‘বোকামি’ হবে। যদিও তারকা অলরাউন্ডারকে ওয়ানডে অধিনায়ক করার পক্ষে নন স্টুয়ার্ট ব্রড।
কনুইয়ের চোটে ২০২৪ সালের শেষের দিকে মাঠের বাইরে ছিলেন মার্ক উড। সবশেষ ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললেও নতুন বছরে ডানহাতি পেসারের পিছু ছাড়েনি চোট। আফগানিস্তানের বিপক্ষে পাওয়া হাঁটুর চোটে অস্ত্রোপচারও করাতে হয়েছে তাকে। এমন অবস্থায় ৪ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন উড। ফলে মাসে তিনেকের বেশি সময় পর শুরু হতে যাওয়া ভারত সিরিজ মিস করতে পারেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। এই বৈশ্বিক আসরে ব্যর্থতার ফলে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়েছেন জস বাটলার। এখন চারিদিকে জল্পনা কল্পনা ইংল্যান্ডের নতুন অধিনায়ক কে হচ্ছেন?
টানা ব্যর্থতার পর সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়েছেন জস বাটলার। ডানহাতি ব্যাটারের বদলি হিসেবে হ্যারি ব্রুককে অধিনায়কে হিসেবে চাওয়া নাসের হুসেইনের। তবে নতুন অধিনায়ক নির্বাচনে কয়েক সপ্তাহ সময় চাইলেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
কনুই ও আঙুলের চোটে প্রায় দুই বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন জফরা আর্চার। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ইংল্যান্ডের এই পেসার। এবার ইনজুরিপ্রবণ এই ক্রিকেটারকে টেস্ট ম্যাচে ফেরাতে চান ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
টুর্নামেন্ট শুরুর দুই মাস আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সেই দলে রাখা হয়নি দলটির টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে। অনুমান করা হচ্ছিল বড় কোনো ইনজুরিতে পড়েছেন এই ইংলিশ তারকা অলরাউন্ডার। সেই শঙ্কাই হলো সত্যি, তিন মাসের জন্য সবধরনের ক্রিকেট থেকেই ছিটকে গেছেন স্টোকস।
টেস্ট অভিষেকের পর থেকেই ফর্মের তুঙ্গে আছেন হ্যারি ব্রুক। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের সিরিজ জয়েও রেখেছেন বিশাল অবদান। তাকে ‘বিশ্বের সেরা খেলোয়াড়’ স্বীকৃতি দিলেন তারই সতীর্থ জো রুট। এখানেই থামেননি তিনি। রুটের মতে, ব্রুকের ধারেকাছেও এখন কেউ নেই।
কাউন্ট অব মান্টে ক্রিস্টো, বলা হয়ে থাকে ক্লাসিক এক উপন্যাস। আলেকজান্দ্রে ডুমাসের লেখা সেই উপন্যাসে বিনা অপরাধে কারাগারে যেতে হয়েছিল এডমন্ডকে। বিনা অপরাধে কারাবন্দি হওয়া এডমন্ড পালানোর উপায় খুঁজতে গিয়ে দিনের পর পর, মাসের পর মাস আর বছরের পর বছর সুড়ঙ্গ তৈরির চেষ্টা করেছিলেন। তবে নিজে গন্তব্যে পৌঁছাতে পারেননি এডমন্ড। তাতে হতাশ হয়ে পড়েছিলেন তিনি। তখনই ফরাসি পাদ্রী ফারিয়ার সঙ্গে পরিচয় হয় এডমন্ডের।