৪ মাসের জন্য ছিটকে গেলেন উড

ছবি: ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ মিস করতে পারেন মার্ক উড, ফাইল ছবি

গত মাসে লাহোরে আফগানিস্তানের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যায় ইংল্যান্ড। সেদিনই আফগানদের বিপক্ষে বোলিং করার সময় হাঁটুর চোটে পড়েছিলেন উড। নিজের চতুর্থ ওভারে বোলিং করার সময় হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি। ফলে সেই সময় মাঠ থেকে উঠে যান ডানহাতি এই পেসার। ৩৮ মিনিট পর অবশ্য আবারও মাঠে ফেরেন উড। তবে বাকি ৬ ওভারের সবটা শেষ করতে পারেননি ৩৫ বছর বয়সী ইংলিশ এই পেসার।
দ্য হান্ড্রেডের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
৭ ঘন্টা আগে
২০২৪ সালের শুরু থেকেই হাঁটুর সমস্যা নিয়ে ভুগছেন উড। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে পাকিস্তান থেকে দেশে ফেরার পর স্ক্যান করানো হলে জানা যায়, উডের লিগামেন্টের মিডিয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অবস্থায় বুধবার (১২ মার্চ) সকালে লন্ডনে উডের হাঁটুর অস্ত্রোপচার করানো হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে আগামী ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে উডকে।

নির্দিষ্ট সময়ের আগে সেরে উঠতে না পারলে ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ মিস করতে পারেন ডানহাতি এই পেসার। হেডিংলিতে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ জুন, শেষ টেস্ট ওভালে হবে ৩১ জুলাই থেকে। জাতীয় দলের জার্সিতে ফেরার আগে ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার কথা রয়েছেন উডের। ২২ জুলাই সমারসেটের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে তাকে।
সমারসেটের বিপক্ষে ম্যাচটি শুরু হবে ওল্ড ট্রাফোর্ডে হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টের একদিন আগে। কোনোভাবে ভারতের বিপক্ষে শেষ টেস্টে না পাওয়া গেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে পুরো ফিট উডকে পাওয়ার আশা করছে ইংল্যান্ড। ২০২৬ সালের অক্টোবরে কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। সবশেষ তিনটি আইসিসি টুর্নামেন্টে খেললেও চলতি বছর সাদা বলের ক্রিকেটে উডকে পাওয়ার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।