promotional_ad

১৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে স্টোন, ইংল্যান্ডের বড় ধাক্কা

ইংল্যান্ডের টেস্ট জার্সিতে অলি স্টোন
সামনেই ব্যস্ত সূচি ইংল্যান্ডের। এর আগেই বড় ধাক্কা খেল দলটি। সামনেই জিম্বাবুয়ে ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে ইংলিশদের। এই সিরিজ দুটিতে পাওয়া যাবে না অলি স্টোনকে। এই পেসার হাঁটুর চোটে পড়েছেন।

promotional_ad

এর ফলে তাকে অস্ত্রোপচারও করাতে হবে। এই চোটের কারণে ১৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে স্টোনকে। এই পেসারের চোটের অবস্থা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


আরো পড়ুন

ইংল্যান্ড সফরে রুদ্ধদ্বার প্রস্তুতি সারবে ভারত

৩ এপ্রিল ২৫
ইংল্যান্ড সফরে রুদ্ধদ্বার প্রস্তুতি সারবে ভারত, ফাইল ফটো

বিবৃতিতে তারা জানিয়েছে, গত মাসে আবু ধাবিতে নটিংহ্যামশায়ারের প্রাক-মৌসুম সফরের সময় হাঁটুতে অস্বস্তি অনুভব করেন স্টোন। এরপর দ্রুতই তার স্ক্যান করানো হয়। এরপর রিপোর্ট পর্যালোচনা করে তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।


ইসিবি ও নটিংহ্যামশায়ারের চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী এই পেসারের পুনর্বাসন শুরু করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে এই ইংলিশ গ্রীষ্মে ছয়টি টেস্ট মিস করবেন স্টন। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট রয়েছে।



promotional_ad

বাকি পাঁচটি টেস্ট ভারতের বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে ফিট হয়ে দ্য হান্ড্রেডে ফিরতে পারেন স্টোন। ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে খেলার কথা রয়েছে তার। 


২০১৯ সালের জুলাইয়ে, লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় স্টোনের। এরপর চোটের কারণে বেশ কয়েকবার লম্বা বিরতিতে থাকতে হয়েছে তাকে। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত তিনি ১০টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন।


ইংল্যান্ডের তারকা পেসার মার্ক উড চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন। তার অস্ত্রোপচার করাতে হয়েছে। এবার স্টোনের চোট বড় ধাক্কা ইংল্যান্ডের জন্য। এ ছাড়া আঙুলের চোটে ভুগছেন আরেক পেসার ব্রাইডন কার্সও। চোট সমস্যা রয়েছে অধিনায়ক বেন স্টোকসেরও।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball