১৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে স্টোন, ইংল্যান্ডের বড় ধাক্কা

ছবি: ইংল্যান্ডের টেস্ট জার্সিতে অলি স্টোন

এর ফলে তাকে অস্ত্রোপচারও করাতে হবে। এই চোটের কারণে ১৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে স্টোনকে। এই পেসারের চোটের অবস্থা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইংল্যান্ড সফরে রুদ্ধদ্বার প্রস্তুতি সারবে ভারত
৩ এপ্রিল ২৫
বিবৃতিতে তারা জানিয়েছে, গত মাসে আবু ধাবিতে নটিংহ্যামশায়ারের প্রাক-মৌসুম সফরের সময় হাঁটুতে অস্বস্তি অনুভব করেন স্টোন। এরপর দ্রুতই তার স্ক্যান করানো হয়। এরপর রিপোর্ট পর্যালোচনা করে তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
ইসিবি ও নটিংহ্যামশায়ারের চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী এই পেসারের পুনর্বাসন শুরু করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে এই ইংলিশ গ্রীষ্মে ছয়টি টেস্ট মিস করবেন স্টন। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট রয়েছে।

বাকি পাঁচটি টেস্ট ভারতের বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে ফিট হয়ে দ্য হান্ড্রেডে ফিরতে পারেন স্টোন। ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে খেলার কথা রয়েছে তার।
২০১৯ সালের জুলাইয়ে, লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় স্টোনের। এরপর চোটের কারণে বেশ কয়েকবার লম্বা বিরতিতে থাকতে হয়েছে তাকে। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত তিনি ১০টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন।
ইংল্যান্ডের তারকা পেসার মার্ক উড চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন। তার অস্ত্রোপচার করাতে হয়েছে। এবার স্টোনের চোট বড় ধাক্কা ইংল্যান্ডের জন্য। এ ছাড়া আঙুলের চোটে ভুগছেন আরেক পেসার ব্রাইডন কার্সও। চোট সমস্যা রয়েছে অধিনায়ক বেন স্টোকসেরও।