নাইটহুড পাচ্ছেন জেমস অ‍্যান্ডারসন

আন্তর্জাতিক
নাইটহুড পাচ্ছেন জেমস অ‍্যান্ডারসন
ল্যাঙ্কাশায়ারের জার্সিতে জেমস অ্যান্ডারসন, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অনবদ্য এক সম্মাননা পেতে যাচ্ছেন টেস্টে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়া জেমস অ‍্যান্ডারসন। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য 'নাইটহুড' উপাধি দেয়া হচ্ছে ইংল্যান্ডের কিংবদন্তি এই পেসারকে।

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড প্রধান রিচার্ড টম্পসন মনে করেন, ‘ইংল্যান্ড কিংবদন্তি’ অ‍্যান্ডারসনের নাইটহুড ‘প্রাপ‍্য সম্মাননা’ যিনি ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন।

দুই যুগেরও বেশি সময় ধরে বল হাতে দাপিয়ে বেড়ানোর পর গত গ্রীষ্মে ইংল্যান্ড দল থেকে অবসর নেন অ্যান্ডারসন। গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার আগে ইংলিশদের হয়ে ১৮৮ টেস্টে ২৬.৪৫ গড় অ্যান্ডারসন নেন ৭০৪ উইকেট। লাল বলের টেস্ট ক্রিকেটে আন্ডারসন তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী, আর পেসারদের মধ্যে তিনিই সর্বোচ্চ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই পেসারের উইকেটসংখ্যা মাত্র ১৮টি। অবশ্য সাদা বলে খুব বেশি টি-টোয়েন্টি না খেললেও ওয়ানডে সংস্করণে দূর্দান্ত খেলেছেন অ্যান্ডারসন। যেখানে ১৯১ ইনিংসে শিকার করেছেন ২৬৯ উইকেট।

সবমিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে এক হাজার ১১৪ উইকেট নিয়েছেন অ‍্যান্ডারসন। লিস্ট ‘এ’ ক্রিকেটে উইকেট নিয়েছেন ৩৫৮টি। আর টি-টোয়েন্টিতে পেয়েছেন ৪১ উইকেট। অবসরের পর থেকে ইংল্যান্ডের ‘পেস বোলিং মেন্টরের’ দায়িত্ব পালন করছেন এই পেসার।

আরো পড়ুন: জেমস অ্যান্ডারসন