promotional_ad

আর্চারকে টেস্টে ফেরাতে চান ম্যাককালাম

অনুশীলনে জফরা আর্চার, ফাইল ফটো
কনুই ও আঙুলের চোটে প্রায় দুই বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন জফরা আর্চার। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ইংল্যান্ডের এই পেসার। এবার ইনজুরিপ্রবণ এই ক্রিকেটারকে টেস্ট ম্যাচে ফেরাতে চান ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

promotional_ad

লম্বা সময় ধরেই চোটে সময় পার করেছিলেন আর্চার। যার ফলে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বাইরে ছিলেন তিনি। বেশ কয়েকবার ছুঁড়িকাঁচির নিচে যাওয়ার পর গত বছর পুরোপুরি সেরে উঠেছিলেন তিনি।


আরো পড়ুন

'ভারত চ্যাম্পিয়ন, রোহিত সেরা ব্যাটার', ক্লার্কের ভবিষ্যদ্বাণী

১৮ ফেব্রুয়ারি ২৫
মাইকেল ক্লার্ক, ক্রিকেট অস্ট্রেলিয়া

এবার অবশ্য ম্যাককালামের লাল বলের ক্রিকেটের পরিকল্পনায় জায়গা করে নিয়েছেন আর্চার। ম্যাককালাম অবশ্য এই পেসারের ওয়ার্কলোড নিয়ে যথেষ্ট চিন্তিত। এই ব্যাপারে ইংল্যান্ডের ম্যানেজমেন্টকেও সতর্ক থাকতে বলছেন তিনি।


ম্যাককালাম বলেন, 'আমরা জানি জফরা তার খেলার একেবারে শীর্ষে কতটা দুর্দান্ত এবং তাকে ফিট এবং খেলার জন্য ফিট অবস্থায় ফিরে পাওয়া ইংলিশ ক্রিকেটের জন্য একটি সত্যিকারের জয়। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা সবসময় জফরাকে ঠিকভাবে বোলিং করাতে পারছি এবং ওর সঙ্গে জড়িত ঝুঁকিগুলোও যেন বুঝতে পারি। আমি নিশ্চিত যে সে টেস্ট ক্রিকেট খেলতে বেশ আগ্রহী।'



promotional_ad

'আমি খেলোয়াড়দের সাথে বসে তাদের পরিকল্পনা নিয়ে জানতে চাইব। আমি আশা করব জফরা এই গ্রীষ্মে টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী হবে। সে কয়েক বছর ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে, খেলার ছন্দ ফিরে পেতে কিছুটা সময় লেগেছে তবে আমি মনে করি সে সত্যিই ভালো করেছে।'


আরো পড়ুন

কয়েক সপ্তাহ সময় চাইলেন ম্যাককালাম

২ মার্চ ২৫
ব্রেন্ডন ম্যাককালাম (বামে) ও জস বাটলার (ডানে)

২০১৯ সালের অ্যাশেজে টেস্ট অভিষেক হয় আর্চারের। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত সিরিজে শেষ ম্যাচ খেলেন তিনি। এরপর ইনজুরিতে পড়া আর্চারকে আর কেউই টেস্ট দলে ডাকেননি। এখন পর্যন্ত ১৩ টেস্টে ৪২ উইকেট নিয়েছেন এই স্পিনার।


ম্যাককালাম আরও বলেন, 'সে দ্রুত গতিতে বল করেছে, প্রচুর ক্রিকেট খেলেছে। এই টুর্নামেন্ট জুড়ে সে তার কাজের চাপ অনেক কমিয়ে আনতে সক্ষম হয়েছে। জফরা কতটা দুর্দান্ত তার মুহূর্ত আমরা দেখেছি। সামগ্রিকভাবে, তার অবস্থান দেখে আমি সত্যিই খুশি এবং এই মুহূর্তে তাকে আবার খেলতে এবং ইনজুরিমুক্ত দেখতে পারাটা দারুণ।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball