মঈন-রশিদের ‘ফ্যাব ফোরে’ গিল-জয়সাওয়াল

ছবি: পডকাস্টে মঈন আলী ও আদিল রশিদ

বিরাট কোহলি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত নন কেন উইলিয়ামস। আর স্টিভ স্মিথও সীমিত ওভারের ক্রিকেটে অনিয়মিত। ফলে প্রায়সই উঠে আসে কারা হতে পারেন পরবর্তী ফ্যাব ফোর? সম্প্রতি ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে হাজির হয়েছিলেন দুই ইংলিশ ক্রিকেটার মঈন আলী ও আদিল রশিদ।
বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন
২৭ মার্চ ২৫
তারা নিজেদের পছন্দের চার ক্রিকেটার বেছে নিয়েছেন। দুজনেরই পছন্দের তালিকায় জায়গা পেয়েছেন দুই ভারতীয় ব্যাটার শুভমান গিল ও ইয়াসভি জয়সাওয়াল। দুজনই মনে করেন তাদের সঙ্গে ভবিষ্যতে উচ্চারিত হতে পারে ইংলিশ ব্যাটার জ্যাকব বেথেলের নাম। মঈন অবশ্য চারজনের বদলে বেছে নিয়েছেন পাঁচ ব্যাটার।

মঈন ফ্যাব ফোর বেছে নিতে গিয়ে বলেছেন, ‘শুভমান গিল, যেভাবে সে ব্যাট করে, ব্যাটিংটাকে কত সহজ মনে হয়। এই সিরিজে (ইংল্যান্ডে) তার টেকনিক আরো ভালো হয়েছে। ভদ্র ছেলে এবং দুর্দান্ত খেলোয়াড়, খুব সুন্দর, নান্দনিক ও স্টাইলিশ। একজন ব্যাটারকে দেখার মতো কিছু বিষয় থাকে, কিছু শট থাকে যা আলাদা করে নজর কাড়ে। ওর মধ্যে সেটা আছে, যেটা খুব কম ব্যাটারের মধ্যে দেখা যায়। ও যেভাবে ব্যাট করছে এখন, মনে হয় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।’
রশিদের ১৫০তম ওয়ানডেতে ওপেনিংয়ে ডাকেটের সঙ্গী স্মিথ
২৮ মে ২৫
আদিল রশিদ আস্থা রেখেছেন ২১ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার জেকব বেথেলের ওপর। তিনি বলেন, ‘ব্রুক, গিল, জয়সওয়াল…আমি বেথেলকে যোগ করব তাদের সঙ্গে। আগামী পাঁচ-ছয় বছরে সে উঠে আসবে।’ চতুর্থ ব্যাটার হিসেবে মঈন আলির পছন্দ নিউজিল্যান্ডের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্র। মঈন তার প্রসঙ্গ টেনে বলেছেন, ‘রবীন্দ্রের টেকনিক ও ক্ষুধা আছে, যেটা দিয়ে যেকোনো কন্ডিশনে সফল হতে পারবে।’
মঈন বেথেলকে নিয়ে বলেন, ‘অনেকেই জানে যে সে এখনো কোনো সেঞ্চুরি করেনি প্রফেশনাল ক্রিকেটে, কিন্তু ও যেভাবে ব্যাট করে তা আলাদা। ওর সমস্যা হলো চোট—খুব বেশি চোট পায়। কিন্তু ও খুবই প্রাকৃতিকভাবে প্রতিভাবান, শক্তিশালী ও ভালো টেকনিক আছে। তাই ব্রুক, গিল ও জয়সওয়াল তো আছেই, আমি রবীন্দ্র আর বেথেলকে বেছে নিচ্ছি পাঁচজনের তালিকা পূর্ণ করতে।’