‘বিশ্বের সেরা খেলোয়াড়’ ব্রুকের ধারেকাছেও কেউ নেই, বলছেন রুট
ছবি: সংগৃহীত
কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে দুই ম্যাচের দুটিতেই সেঞ্চুরি পেয়েছেন ব্রুক। ক্রাইস্টচার্চ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসেও ১৭১ রানের দারুণ এক ইনিংস খেলেন ব্রুক। এরপর ওয়েলিংটনে কঠিন কন্ডিশনে খেলে ১১৫ বলে ১২৩ রানের ইনিংস খেলেন তিনি।
গত সপ্তাহেই আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে আসেন ব্রুক। তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জাতীয় দল এবং ইয়র্কশায়ারের সতীর্থ রুট। ব্রুক দুইয়ে থাকলেও আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন রুট।
তিনি বলেন, ‘ব্রুক এই মুহূর্তে বাকিদের সঙ্গে বিস্তর ব্যবধানে এগিয়ে বিশ্বের সেরা খেলোয়াড়। সে চাপ সইতে পারে, আবার চাপ বিস্তারও করতে পারে। আপনার মাথার ওপর দিয়ে ছক্কা মারতে পারে, স্কুপ করে নিজের মাথার ওপর দিয়েও সেটা পারে। স্পিনে মারতে পারে, সিমেও।’
২৩ টেস্টের ক্যারিয়ারে ৩৮ ইনিংসে ৬১.৬২ গড়ে দুই হাজার ২৮০ রান করেছেন ব্রুক। আরও বেশি ম্যাচ খেলতে থাকলে তার পরিসংখ্যান আরও নত হতে থাকবে, এমনটা মনে করেন ব্রুক নিজেও। রুট প্রশংসা করলেও বিনয়ী থাকছেন ব্রুক।
তিনি বলেন, ‘আমি তাকে (রুট) ধরার চেষ্টা করছি। কিন্তু সে বেশি ভালো, তাই না? মাত্র ২৩ ম্যাচ খেলেছি, তাই পরিসংখ্যান খুব দ্রুতই নেমে যাবে। আমি শুধু চেষ্টা করছি, নেটে কঠোর পরিশ্রম করে অস্বস্তির জায়গাগুলোয় উন্নতি করে যতটা সম্ভব ভালো হতে। সব সময়ই সব জায়গায় উন্নতির সুযোগ থাকে।’