promotional_ad

‘বিশ্বের সেরা খেলোয়াড়’ ব্রুকের ধারেকাছেও কেউ নেই, বলছেন রুট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
টেস্ট অভিষেকের পর থেকেই ফর্মের তুঙ্গে আছেন হ্যারি ব্রুক। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের সিরিজ জয়েও রেখেছেন বিশাল অবদান। তাকে ‘বিশ্বের সেরা খেলোয়াড়’ স্বীকৃতি দিলেন তারই সতীর্থ জো রুট। এখানেই থামেননি তিনি। রুটের মতে, ব্রুকের ধারেকাছেও এখন কেউ নেই।

promotional_ad

কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে দুই ম্যাচের দুটিতেই সেঞ্চুরি পেয়েছেন ব্রুক। ক্রাইস্টচার্চ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসেও ১৭১ রানের দারুণ এক ইনিংস খেলেন ব্রুক। এরপর ওয়েলিংটনে কঠিন কন্ডিশনে খেলে ১১৫ বলে ১২৩ রানের ইনিংস খেলেন তিনি।


আরো পড়ুন

ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রুট, নেই স্টোকস

২২ ডিসেম্বর ২৪
১৩ মাস পর ইংল্যান্ডের ওয়ানডে দলে জো রুট (বামে), নেই বেন স্টোকস (ডানে)

গত সপ্তাহেই আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে আসেন ব্রুক। তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জাতীয় দল এবং ইয়র্কশায়ারের সতীর্থ রুট। ব্রুক দুইয়ে থাকলেও আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন রুট।



promotional_ad

তিনি বলেন, ‘ব্রুক এই মুহূর্তে বাকিদের সঙ্গে বিস্তর ব্যবধানে এগিয়ে বিশ্বের সেরা খেলোয়াড়। সে চাপ সইতে পারে, আবার চাপ বিস্তারও করতে পারে। আপনার মাথার ওপর দিয়ে ছক্কা মারতে পারে, স্কুপ করে নিজের মাথার ওপর দিয়েও সেটা পারে। স্পিনে মারতে পারে, সিমেও।’


২৩ টেস্টের ক্যারিয়ারে ৩৮ ইনিংসে ৬১.৬২ গড়ে দুই হাজার ২৮০ রান করেছেন ব্রুক। আরও বেশি ম্যাচ খেলতে থাকলে তার পরিসংখ্যান আরও নত হতে থাকবে, এমনটা মনে করেন ব্রুক নিজেও। রুট প্রশংসা করলেও বিনয়ী থাকছেন ব্রুক।



তিনি বলেন, ‘আমি তাকে (রুট) ধরার চেষ্টা করছি। কিন্তু সে বেশি ভালো, তাই না? মাত্র ২৩ ম্যাচ খেলেছি, তাই পরিসংখ্যান খুব দ্রুতই নেমে যাবে। আমি শুধু চেষ্টা করছি, নেটে কঠোর পরিশ্রম করে অস্বস্তির জায়গাগুলোয় উন্নতি করে যতটা সম্ভব ভালো হতে। সব সময়ই সব জায়গায় উন্নতির সুযোগ থাকে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball