ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুক

ছবি: ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক হ্যারি ব্রুক, ফাইল ফটো

সাম্প্রতিক সময়ে আইপিএল থেকে নাম সরিয়ে নিয়ে আলোচনার জন্ম দেন ব্রুক। ইচ্ছাকৃতভাবে আইপিএল থেকে নাম সরিয়ে নেয়ায় এই ইংলিশ ক্রিকেটারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ব্রুকের শাস্তি বাড়াবাড়ি নয়, ধারণা মঈন আলীর
১৭ মার্চ ২৫
ব্রুকের নিষেধাজ্ঞা অনুমেয়ই ছিল। আইপিএলে মেগা নিলামের আগেই কঠোর নিয়ম করা হয় আইপিএলে দল পেয়ে না খেলা ক্রিকেটারদের নিয়ে। কোনো উপযুক্ত কারণ ছাড়া বা শুধু ব্যক্তিগত কারণ দেখিয়ে কোনো বিদেশি না খেলার সিদ্ধান্ত নিলে আইপিএলে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হবে তাকে।
এবার সেই নিয়ম কার্যকর করা হয়েছে ব্রুককে দিয়ে। ফলে ২০২৬ ও ২০২৭ আইপিএলের নিলামে অংশ নিতে পারবেন না এই ইংলিশ ক্রিকেটার। ব্রুক অবশ্য আইপিএলে না খেলতে আসার কারণ কোথাও খোলাসা করেননি। তবে ইংল্যান্ডের গণমাধ্যমের দাবি, অধিনায়ক হওয়ার জন্যেই এবার আইপিএলে যাননি এই ক্রিকেটার।

নতুন দায়িত্ব পেয়ে ব্রুক বলেন, 'ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে মনোনীত হওয়া সত্যিই সম্মানের। ছোটবেলা থেকেই আমি ওয়ার্ফেডেলের বার্লিতে ক্রিকেট খেলতাম, তাই আমি স্বপ্ন দেখতাম ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করার, ইংল্যান্ডের হয়ে খেলার, এবং হয়তো একদিন দলকে নেতৃত্ব দেয়ার।'
১৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে স্টোন, ইংল্যান্ডের বড় ধাক্কা
৫ এপ্রিল ২৫
'এখন সেই সুযোগ পাওয়া আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই দেশে অনেক প্রতিভা আছে, এবং আমি শুরু করার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সিরিজ, বিশ্বকাপ এবং বড় ইভেন্ট জেতার জন্য কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'
ইংল্যান্ডের পরবর্তী সাদা বলের সিরিজ মে মাসে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় জস বাটলারের বিদায়ের পর এই সিরিজ দিয়েই নেতৃত্বের সূচনা করবেন ব্রুক।