
গুজরাট টাইটান্সের সহকারী কোচ ম্যাথু ওয়েড
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের আগে সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকে নিযুক্ত করেছে গুজরাট টাইটান্স। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের আগে সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকে নিযুক্ত করেছে গুজরাট টাইটান্স। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছিলেন রায়ান টেন ডেসকাট। শিরোপা জেতার পর মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে কলকাতা ছাড়েন নেদারল্যান্ডসের সাবেক ক্রিকেটারও। ভারতের প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর সহকারী হিসেবে টেন ডেসকাটকে ডেকে নেন গম্ভীর।
এপ্রিল-মে মাসে হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কথা ছিল কর্বিন বশের। জানুয়ারিতে হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে সাউথ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডারকে দলেও নিয়েছিল পেশাওয়ার জালমি। তবে ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পাওয়া বশের খেলা হচ্ছে না পিএসএলে। পাকিস্তানের টুর্নামেন্টকে ‘ফাঁকি’ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান মোহাম্মদ আমির। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলতে চান এই পেসার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলা হচ্ছে না ব্রাইডন কার্সের। তার বিকল্প হিসেবে সাউথ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৭৫ লাখ রুপিতে এই প্রোটিয়া তারকাকে দলে ভিড়িয়েছে আইপিএলের গত আসরের রানার্স আপরা।
শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে আইপিএলের গত আসরের শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও নিলামের আগে সেই অধিনায়কেই ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। পরে নিলাম থেকে শ্রেয়সকে দলে নেয় পাঞ্জাব কিংস। তখনই বোঝা যাচ্ছিল নতুন অধিনায়কের অধীনেই চলতি বছর আইপিএলে খেলতে চলেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিজেদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। যেখানে অন্যদলগুলো দুবাই-পাকিস্তান মিলিয়ে খেলতে হচ্ছে। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে স্বাগতিক পাকিস্তানকেও দুবাই যেতে হয়েছিল। এক্ষেত্রে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছে ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই। এবার এমন মন্তব্যে ঘি ঢেলে দিলেন ইনজামাম উল হক। ক্রিকেট বিশ্বকে আইপিএল বর্জন করতে বলছেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের আগে কোচিং প্যানেলে বড় পরিবর্তন এনেছে দিল্লি ক্যাপিটালস। এবার কোচিং স্টাফে আরও একজন নতুন সদস্য যোগ করেছে দিল্লি। ম্যাথু মটকে সহকারী কোচের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের সহকারী বোলিং কোচ ছিলেন ডোয়াইন ব্রাভো। নতুন মৌসুমের আগে চেন্নাই ছেড়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্ব নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজর সাবেক অলরাউন্ডার। ব্রাভোর রেখে যাওয়া জায়গায় পাঁচবারের চ্যাম্পিয়নদের সহকারী বোলিং কোচ হিসেবে কাজ করবেন শ্রীধরন শ্রীরাম।
২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়ানোর কথা ছিল ১৪ মার্চ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ক্রিকেটারদের খানিকটা দম ফেলার সময় দিতে এক সপ্তাহ পিছিয়ে ২১ মার্চ টুর্নামেন্ট শুরুর দিন ঠিক করেছিল বিসিসিআই। তবে চূড়ান্ত দিনক্ষণ সূচি ঘোষণার পর দেখা গেছে আইপিএলের এবারের আসর শুরু হবে ২২ মার্চ থেকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। মোহাম্মদ গাজানফারের বিকল্প হিসেবে মুজিবের দ্বারস্থ হয়েছে মুম্বাই।
২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়ানোর কথা ছিল ১৪ মার্চ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ক্রিকেটারদের খানিকটা দম ফেলার সময় দিতে এক সপ্তাহ পিছিয়ে ২১ মার্চ টুর্নামেন্ট শুরুর দিন ঠিক করে বিসিসিআই। আইপিএল শুরুর মাসখানেক আগে সেই তারিখেও পরিবর্তন আনছে তারা। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, একদিন পিছিয়ে ২২ মার্চ পর্দা উঠবে এবারের আইপিএলের।