পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ

ছবি: এমআই কেপ টাউনের জার্সিতে কর্বিন বশ

চোটে পড়ায় আইপিএলের আগামী মৌসুমে খেলা হচ্ছে না লিজাড উইলিয়ামসের। তার বদলি হিসেবে সাউথ আফ্রিকার আরেক পেস বোলিং অলরাউন্ডার বশকে দলে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বশকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ফাইনাল কলকাতায়
১৬ ফেব্রুয়ারি ২৫
এখন পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ হয়নি বশের। যদিও একটা সময় রাজস্থান রয়্যালসের রিজার্ভ ক্রিকেটার ছিলেন তিনি। ৩০ বছর বয়সী বশ অবশ্য এমআই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে খানিকটা পরিচিতই। চলতি বছরে হওয়া এসএ টি-টোয়েন্টি লিগে এমআই কেপ টাউনের হয়ে খেলেছেন তিনি। দলকে চ্যাম্পিয়ন করতে ৮.৬৮ ইকনোমি রেটে ১১ উইকেটও নিয়েছিলেন পেস বোলিং এই অলরাউন্ডার।

একই দলের হয়ে খেলবেন বশের জাতীয় দলের সতীর্থ রায়ান রিকেলটন। তৃতীয় পেস বোলিং অলরাউন্ডার হিসেবে মুম্বাইয়ে যোগ দিচ্ছেন বশ। আগে থেকেই আছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও রাজ বাওয়া। এমআই কেপটাউনের হয়ে শিরোপা জেতার পর সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা করে নিয়েছেন বশ।
প্যাটারসন-বশের ৯ উইকেট, পাকিস্তান অল আউট ২১১ রানে
২৭ ডিসেম্বর ২৪
এসএ টি-টোয়েন্টি লিগের বাইরে এমজানসি সুপার লিগ (এমএসএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলেছেন তিনি। ২০২২ সালে বার্বাডোজ রয়্যালসের হয়ে তিন নম্বরে ব্যাটিংয়ের পাশাপাশি ডেথ ওভারেও বোলিং করেছিলেন সাউথ আফ্রিকার এই অলরাউন্ডার। ফলে মুম্বাইয়ের বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের শক্তি বাড়াবেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
সব মিলিয়ে ৮৬ টি-টোয়েন্টিতে ৮.৩৮ ইকনোমি রেটে ৫৯ উইকেট নিয়েছেন বশ। এ ছাড়া ১১৩.৩৩ স্ট্রাইক রেটে ৬৬৩ রান করেছেন তিনি। উইলিয়ামসের আগে পিঠের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন মুম্বাইয়ের আরেক ক্রিকেটার মোহাম্মদ গাজানফার। আফগানিস্তানের স্পিনারের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন মুজিব উর রহমান।