গাজানফারের বদলি হিসেবে মুজিবকে দলে নিলো মুম্বাই ইন্ডিয়ান্স

ছবি: সাম্প্রতিক সময়ে ছন্দে আছেন মুজিব উর রহমান, ফাইল ফটো

ইনজুরির কারণে অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে গাজানফারকে। আফগানিস্তানের জিম্বাবুয়ে সফরের সময় চোট পান এই স্পিনার। মেরুদণ্ডের ইনজুরির কারণে ২০২৫ সালের আইপিএল থেকে ছিটকে যান তিনি।
ইব্রাহিম ফিরলেও আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই মুজিব
১২ জানুয়ারি ২৫
এই ইনজুরির কারণে চার মাস মাঠের বাইরে থাকবেন ১৮ বছর বয়সী গাজানফার। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হচ্ছে না তার। আগামী চার মাস ইনজুরি থেকে ফেরার পুনর্বাসনে থাকবেন গাজানফার।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, 'এল-৪ ভার্টিব্রা ফ্র্যাকচার, বিশেষ করে বাম পার্স ইন্টারআর্টিকুলারিসে...(সে চোট পেয়েছে)। কমপক্ষে চার মাস তাকে মাঠের বাইরে রাখা হবে এবং এই সময়ের মধ্যে তাকে চিকিৎসাধীন থাকতে হবে।'
বুমরাহর তাণ্ডবে লক্ষৌকে উড়িয়ে দিয়ে প্লে অফের দৌড়ে মুম্বাই
২ ঘন্টা আগে
সম্প্রতি এসএ-টোয়েন্টিতে মাঠ মাতিয়েছেন মুজিব। এই আসরে ১২টি ম্যাচে ১৪টি উইকেট নেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিও খেলেছেন এই স্পিনার। যদিও আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের অংশ নন মুজিব, তবে খেলার মধ্যেই সময় পার করছেন তিনি।
২৩ বছর বয়সী মুজিব ক্যারিয়ারে ২৫৬টি টি-টোয়েন্টিতে খেলেছেন। যেখানে ২৩.৬৭ গড়ে এবং ৬.৭৫ ইকোনমিতে ২৭৫টি উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে তিনবার চারের বেশি উইকেট নিয়েছেন এই স্পিনার, যার মধ্যে দুটি ফাইফারও রয়েছে।