promotional_ad

হায়দরাবাদে কার্সের বদলি মুল্ডার

উইয়ান মুল্ডার ও ব্রাইডন কার্স
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খেলা হচ্ছে না ব্রাইডন কার্সের। তার বিকল্প হিসেবে সাউথ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৭৫ লাখ রুপিতে এই প্রোটিয়া তারকাকে দলে ভিড়িয়েছে আইপিএলের গত আসরের রানার্স আপরা।

promotional_ad

প্রোটিয়াদের তিন ফরম্যাটের ক্রিকেটেই প্রায় নিয়মিত মুল্ডার। এখনও পর্যন্ত সাউথ আফ্রিকার হয়ে ১১টি টি-টোয়েন্টি, ১৮টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে ৬০টি উইকেট আছে মুল্ডারের নামের পাশে।


আরো পড়ুন

চোট নিয়েই সাউথ আফ্রিকার টেস্ট দলে মহারাজ-মুল্ডার

১৯ ডিসেম্বর ২৪
সাউথ আফ্রিকার টেস্ট দলে উইয়ান মুল্ডার (বামে)

ব্যাট হাতেও করেছেন প্রায় ১ হাজার রান। অলরাউন্ড সক্ষমতার  এই ক্রিকেটার  হায়দরাবাদের হয়ে বড় ভূমিকা রাখতে পারেন এবারের আইপিএলে। দলটি গত আসরের ধারা বজায় রাখতে চাইবে এবারও। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে হায়দরাবাদ।



promotional_ad

যেখানে ২০২১ ও ২০২২ সালে তারা পয়েন্ট টেবিলে তলানিতে থেকে আসর শেষ করেছিল তারা। আর আইপিএলের ২০২৩ সালের আসরে সবার নিচে থেকে আসর শেষ করে তারা। যদিও ২০২৪ সালে তারা একটি চমকপ্রদ প্রত্যাবর্তন করে। আক্রমণাত্মক ক্রিকেট খেলে প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলেছিল দলটি। জায়গা করে নিয়েছিল ফাইনালেও। তবে কলকাতার বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হতে হয়েছিল তাদের।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ কার্সের, বদলি রেহান

২৫ ফেব্রুয়ারি ২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে একেবারেই ভালো খেলতে পারেননি ব্রাইডন কার্স, ফাইল ফটো

ট্রাভিস হেডের সঙ্গে অভিষেক শর্মা ও হেনরিখ ক্লাসেনদের মতো মারকুটে ব্যাটাররা দলটিকে ফাইনালে তুলেছিলেন। এমনকি আইপিএলের এক ইনিংসর সর্বোচ্চ রানের রেকর্ড এক আসরেই তিনবার ভেঙেছে দলটি। আগামী ২৩ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল শুরু করবে হায়দরাবাদ।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball