প্রোটিয়াদের তিন ফরম্যাটের ক্রিকেটেই প্রায় নিয়মিত মুল্ডার। এখনও পর্যন্ত সাউথ আফ্রিকার হয়ে ১১টি টি-টোয়েন্টি, ১৮টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে ৬০টি উইকেট আছে মুল্ডারের নামের পাশে।
ব্যাট হাতেও করেছেন প্রায় ১ হাজার রান। অলরাউন্ড সক্ষমতার এই ক্রিকেটার হায়দরাবাদের হয়ে বড় ভূমিকা রাখতে পারেন এবারের আইপিএলে। দলটি গত আসরের ধারা বজায় রাখতে চাইবে এবারও। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে হায়দরাবাদ।
যেখানে ২০২১ ও ২০২২ সালে তারা পয়েন্ট টেবিলে তলানিতে থেকে আসর শেষ করেছিল তারা। আর আইপিএলের ২০২৩ সালের আসরে সবার নিচে থেকে আসর শেষ করে তারা। যদিও ২০২৪ সালে তারা একটি চমকপ্রদ প্রত্যাবর্তন করে। আক্রমণাত্মক ক্রিকেট খেলে প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলেছিল দলটি। জায়গা করে নিয়েছিল ফাইনালেও। তবে কলকাতার বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হতে হয়েছিল তাদের।
ট্রাভিস হেডের সঙ্গে অভিষেক শর্মা ও হেনরিখ ক্লাসেনদের মতো মারকুটে ব্যাটাররা দলটিকে ফাইনালে তুলেছিলেন। এমনকি আইপিএলের এক ইনিংসর সর্বোচ্চ রানের রেকর্ড এক আসরেই তিনবার ভেঙেছে দলটি। আগামী ২৩ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল শুরু করবে হায়দরাবাদ।