promotional_ad

কলকাতার নতুন সহকারী কোচ গিবসন

বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ওটিস গিবসন, ফাইল ছবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছিলেন  রায়ান টেন ডেসকাট। শিরোপা জেতার পর মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে কলকাতা ছাড়েন নেদারল্যান্ডসের সাবেক ক্রিকেটারও। ভারতের প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর সহকারী হিসেবে টেন ডেসকাটকে ডেকে নেন গম্ভীর।

promotional_ad

ভারতের সাবেক ক্রিকেটারের জায়গায় মেন্টর হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে দায়িত্ব দেয় কলকাতা। এবার নেদারল্যান্ডসের টেন ডেসকাটের বদলি হিসেবে ওটিস গিবসনের সঙ্গে চুক্তি করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সহকারী কোচ হিসেবে গিবসনকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 


আরো পড়ুন

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ফাইনাল কলকাতায়

১৬ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স, বিসিসিআই

ক্রিকেটার হিসেবে অবসর নেয়ার পর থেকেই কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন গিবসন। ক্রিকেটার থাকাকালীনই ২০০৭ সালে ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। পরবর্তীতে পুরোদমে কোচিংয়ে মনোযোগ দেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার। ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।



promotional_ad

গিবসনের অধীনই ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী সময়ে আবারও ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। আর সাউথ আফ্রিকার প্রধান কোচ ছিলেন ২০১৭ সাল থেকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। 


বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেও একই ভূমিকায় কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার। কয়েক বছর কাজ করার পর বাংলাদেশ ছেড়ে যান তিনি। পেস বোলিং কোচ হিসেবে বিশ্ব জুড়েই কদর আছে গিবসনের। ইংল্যান্ডের কাউন্টি দল ইয়র্কশায়ারের পাশাপাশি বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগেও কাজ করেছেন।



গিবসনের পাশাপাশি কলকাতার কোচিং স্টাফে আছেন ব্রাভো, চন্দ্রকান্ত পণ্ডিতরা। অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আজিঙ্কা রাহানেকে। আগামী মৌসুমের উদ্বোধনী দিনেই মাঠে নামবে কলকাতা। ২২ মার্চ ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball