আইপিএলে দিল্লির কোচিং স্টাফে ৪ বিশ্বকাপজয়ী কোচ ম্যাথু মট

ছবি: আইপিএলে দিল্লির কোচিং স্টাফে ৪ বিশ্বকাপজয়ী কোচ ম্যাথু মট, ফাইল ফটো

আইপিএলে দিল্লির প্রধান কোচ হিসেবে কাজ করবেন হেমাঙ্গ বাদানি। ভারতের হয়ে ২০১১ সালের বিশ্বকাপজয়ী মুনাফ প্যাটেল দলটির বোলিং কোচ। আইপিএলে কখনো শিরোপা না জেতা এই দলকে নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দেবেন মট।
স্টার্কের ৫ উইকেট, দিল্লির সহজ জয়
৩০ মার্চ ২৫
প্রধান কোচ হিসেবে ইতোমধ্যেই বিশ্বজুড়ে সমাদৃত মট। পুরুষ এবং নারী- দুই বিভাগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন এই কোচ। অস্ট্রেলিয়া নারী দলের উত্থানের পেছনে কার্যকরী অবদান রেখেছেন এই কোচ।
২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত দলটির হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন মট। কোচিং ক্যারিয়ারে সবচেয়ে সফল সময় এই দলটির হয়েই পার করেছেন তিনি। এরপর ২০২২ সালে সাদা বলে ইংল্যান্ড পুরুষ দলের দায়িত্ব নেন তিনি।

সেই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা জেতে জস বাটলারের ইংল্যান্ড। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য কিছুই করতে পারেনি ইংল্যান্ড। যার কারণে গত জুলাইয়ে দায়িত্ব ছেড়ে দেন মট।
ইংল্যান্ড অধ্যায় শেষ করে বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সহকারী কোচের দায়িত্ব দেন মট। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তার চুক্তি তিন বছরের। সিডনি সিক্সার্সের পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের হয়েও দায়িত্বও পালন অস্ট্রেলিয়ান এই কোচ।
আইপিএলে অবশ্য এবারই প্রথমবার নন মট। ২০০৮ এবং ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ ছিলেন তিনি। তখন দলটির হেড কোচ ছিলেন আরেক অস্ট্রেলিয়ান জন বুকানন।