আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ফাইনাল কলকাতায়

আইপিএল
আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ফাইনাল কলকাতায়
চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স, বিসিসিআই
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়ানোর কথা ছিল ১৪ মার্চ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ক্রিকেটারদের খানিকটা দম ফেলার সময় দিতে এক সপ্তাহ পিছিয়ে ২১ মার্চ টুর্নামেন্ট শুরুর দিন ঠিক করেছিল বিসিসিআই। তবে চূড়ান্ত দিনক্ষণ সূচি ঘোষণার পর দেখা গেছে আইপিএলের এবারের আসর শুরু হবে ২২ মার্চ থেকে।

আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। দুটি ম্যাচই আয়োজন করা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এমনকি এবারের আইপিএলের কোয়ালিফায়ার ২ এর ম্যাচও আয়োজন করবে আগামী ২৩ মে। প্লে অফের বাকি দুই ম্যাচের মধ্যে কোয়ালিফায়ার ১ এর ম্যাচটি হবে ২০ মে। আর এলিমিনেটর হবে ২১ মে। দুটি ম্যাচই হবে হায়দরাবাদে। 

তারা আইপিএল ২০২৪ এর রানার্স আপ। এবারের আইপিএলে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট চলবে টানা ৬৫দিন। এর মধ্যে ডাবল হেডার বা একই দিনে দুটি ম্যাচ রয়েছে ১২ দিন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

এবারের আইপিএলে গ্রুপ ওয়ানে খেলবে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। আর গ্রুপ টুতে খেলবে সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

প্রতিটি দল নিজেদের গ্রুপের দলগুলোর সঙ্গে দুইবার খেলবে। আর অন্য গ্রুপের একটি দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। আর অন্য গ্রুপের বাকি দলগুলোর বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে ফ্র্যাঞ্চাইজিরা।

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি-

Image Image

আরো পড়ুন: আইপিএল