বরিশালের মোমেন্টাম ফিরিয়ে আনতে চান মেয়ার্স
কাগজে-কলমে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেরা দল ফরচুন বরিশাল। তবে শুরুটা সেভাবে করতে পারেনি দলটি। সেরা দল নিয়ে বিপিএলের প্রথম পর্বে দুটি ম্যাচ খেললেও একটিতে হেরে গেছে দলটি। যদিও হার নিয়ে চিন্তিত নন কাইল মেয়ার্স। দলটির ক্যারিবিয়ান রিক্রুটের বিশ্বাস, খুব দ্রুতই ছন্দে ফিরবে বরিশাল।