পারিশ্রমিক পরিশোধের জন্য ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে রাজশাহী
ছবি: এবার আর চেক বাউন্স হয়নি, টাকাই পাননি ক্রিকেটাররা, ফাইল ফটো
গত ৩ ফেব্রুয়ারী আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। সঙ্কট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারী ২০২৫ তথা তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।
৩ কিস্তিতে পাওনা পরিশোধ করতে চায় দুর্বার রাজশাহী
৩ ফেব্রুয়ারি ২৫এছাড়াও, প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন শফিক। অন্যথায়, তার বিরুদ্ধে যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন তিনি।
৭ ফেব্রুয়ারি ক্রিকেটারদের তৃতীয় ভাগের টাকা পরিশোধের দিন থাকলেও এক টাকাও পাননি রাজশাহীর ক্রিকেটাররা। ১০ ফেব্রুয়ারির ভেতর পুরো অর্থ পরিশোধ করার ব্যাপারে নির্দেশনা থাকলেও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।
রাজশাহীর কারণে অনিয়মে ভরপুর ছিল এবারের বিপিএল। বেশ কিছু ব্যাপারে বিতর্কের মাত্রাও ছড়িয়ে গেছে চলতি এই আসরে। পারিশ্রমিক বকেয়া ছাড়াও স্পট ফিক্সিংয়ের সন্দেহ ওঠার মতো বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবারের বিপিএলে।
সব মিলিয়ে ম্যাচ গড়াপেটার অভিযোগ আছে দশ ক্রিকেটারের নামে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিসিবির দূর্নীতি দমন সংস্থা (আকসু) কোনো ক্রিকেটারের তালিকা আনুষ্ঠানিকভাবে কোথাও প্রকাশ করেনি।