promotional_ad

ফাইনালে আলিসকে না পাওয়ার আক্ষেপ মিঠুন, খালেদের

চিটাগং কিংসের হয়ে ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন আলিস আল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি
দ্বিতীয় কোয়ালিফায়ারে মুশফিক হাসানের শেষ বলে চার মেরে চিটাগং কিংসকে ফাইনালে তুলেছিলেন আলিস আল ইসলাম। তবে ইনিংসের শেষ ওভারে চোটে পড়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন রহস্যময় এই স্পিনার। এভাবে হাঁটতে দেখেই ধারণা করা হচ্ছিল ফাইনালে হয়ত পাওয়া যাবে না তাকে। শেষ পর্যন্ত চোটে পড়া আলিসকে ছাড়াই খেলতে হয়েছে চিটাগংকে। ফাইনালে ফরচুন বরিশালের কাছে হেরে আলিসকে না পাওয়ার আক্ষেপ করলেন মোহাম্মদ মিঠুন ও খালেদ আহমেদ।

promotional_ad

খুলনা টাইগার্সের বিপক্ষে জেসন হোল্ডারকে ছক্কা ও চার মেরে চিটাগংয়ের আশা জিইয়ে রেখেছিলেন আলিস। পরবর্তী জয়ের জন্য শেষ ৪ বলে যখন ৮ রান প্রয়োজন তখন চোটে পড়েন তিনি। মুশফিকের বলে অনসাইডে ঠেলে দিয়ে দুই রান নিতে চেয়েছিলেন আরাফাত সানি। তবে এক রান নেয়ার সময় পা পিছলে গিয়ে ব্যথা পান আলিস। এমন সময় মাঠ ছেড়ে চলে যান। তবে ২ বলে ৪ রান করা শরিফুল আউট হয়ে ফিরতেই আবারও মাঠে নামেন তিনি।


আরো পড়ুন

‘দৌড়াতে না পারা’ আলিসেই ভরসা ছিল চিটাগংয়ের

৫ ফেব্রুয়ারি ২৫
চিটাগং কিংসকে ফাইনালে তুলে ম্যাচসেরা আলিস আল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

আলিস যখন আবার মাঠে নামেন তখন এক বলে চিটাগংয়ের প্রয়োজন চার রান। সেই সমীকরণ মিলিয়ে চিটাগংয়ে ফাইনালে তোলেন আলিস। তবে চোটে গুরুতর হওয়ায় ফাইনালে তাকে পায়নি চিটাগং। তার বদলি হিসেবে খেলেছিলেন নাঈম ইসলাম। ২ ওভারে ১৮ রান দিয়ে তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের উইকেট নিলেও আলিসের অভাববোধ করেছে তারা। মিঠুন মনে করেন, আলিস থাকলে ফলাফল হয়ত ভিন্ন হতো। 



promotional_ad

এ প্রসঙ্গে চিটাগংয়ের অধিনায়ক বলেন, ‘আমি বলব না আমাদের বোলররা খুব খারাপ বোলিং করেছে। আমি যেটা বললাম আমাদের আলিস মিসিং ছিল। আলিস থাকলে হয়তবা ফলাফল ভিন্ন হতো। কারণ ও আমাদের গুরুত্বপূর্ণ বোলার ছিল। ইনজুরি তো কারও হাতে নেই। তারপরও আমাদের বোলাররা দারুণ লড়াই করেছে ওদের কোয়ালিটি ব্যাটারদের বিরুদ্ধে।’


আরো পড়ুন

ফাইনালের সেরা তামিম, টুর্নামেন্ট সেরা মিরাজ

৭ ফেব্রুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

চিটাগংয়ের হয়ে ১৩ ম্যাচ খেলেছেন আলিস। যেখানে ৬.৩২ ইকনোমি রেট ও ২১.০৭ গড়ে ১৫ উইকেট নিয়েছেন ডানহাতি এই স্পিনার। সদ্য সমাপ্ত বিপিএলে চিটাগংয়ের বোলারদের মাঝে আলিসের চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল খালেদ ও শরিফুল ইসলাম। ওভারপ্রতি রান দেয়ায় তাদের দুজনের চেয়ে অবশ্য কিপটে ছিলেন আলিস। 



অধিনায়ক মিঠুনের মতো পেসার খালেদও মনে করেন ডানহাতি এই স্পিনার থাকলে ভিন্ন কিছু হতে পারতো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আলিসকে মিস করেছি এই ম্যাচে। আলিস থাকলে হয়ত সিনারিওটা ভিন্ন হতে পারত। এখানে একটা ঘাটতি ছিল, আমাদের একজন বোলার কম ছিল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball