ফাইনালের সেরা তামিম, টুর্নামেন্ট সেরা মিরাজ
![ক্রিকফ্রেঞ্জি](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/69w4LHIc33050Ibd666ebbdt.jpg)
ছবি: ক্রিকফ্রেঞ্জি
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/c8243538-ac32-4fc4-871e-77acc1257b54.jpg)
এমন এক বিপিএলেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন মেহেদী হাসান মিরাজ। যদিও প্লে অফ থেকেই বিদায় নিয়েছে মিরাজের দল খুলনা টাইগার্স। টুর্নামেন্ট জুড়ে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন মিরাজ। তিনি ১৪ ম্যাচে ৩৫৫ রান করেন। বল হাতে নেন ১৩ উইকেট।
এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর
৭ ঘন্টা আগে![একান্ত সাক্ষাৎকারে মিজানুর রহমান, ক্রিকফ্রেঞ্জি](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/a63Fa1fN5309x99f12bad498.jpeg)
আর ফাইনালের সেরা হয়েছেন বরিশাল অধিনায়ক তামিম। তিনি ফাইনালে দলকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন। দলকে শিরোপা জেতানোর পথে ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে নয়টি চারের সঙ্গে একটি ছক্কা আসে।
টুর্নামেন্টের সেরা ফিল্ডার হয়েছেন বরিশাল দলেরই উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। আর ইমার্জিং ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন তানজিদ হাসান তামিম। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তাসকিন আহমেদ। টুর্নামেন্ট জুড়ে ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন তিনি।
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/89bdd065-6293-4dbe-9886-1306f11ad343.jpg)
যদিও তাসকিন এই পুরষ্কার নিতে মাঠে আসতে পারেননি। তার পরিবর্তে পুরষ্কার গ্রহণ করেছেন আরেক পেসার ইবাদত হোসেন। আর সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন নাইম শেখ। ১৪ ম্যাচে ৫১১ রান সংগ্রহ করেছেন খুলনার এই ব্যাটার। তাদের প্রত্যেকের হাতেই নির্ধারিত পুরষ্কার তুলে দেয়া হয়েছে।
ফাইনালে আলিসকে না পাওয়ার আক্ষেপ মিঠুন, খালেদের
৭ ফেব্রুয়ারি ২৫![চিটাগং কিংসের হয়ে ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন আলিস আল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/Fd4ePf470efTA5bac3b2cfwN.jpeg)
সেই অনুযায়ী বিপিএলে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পেয়েছেন ১০ লাখ টাকা। ফাইনাল সেরা, টুর্নামেন্টের সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পেয়েছেন ৫ লাখ টাকা করে। আর সেরা ফিল্ডার পেয়েছেন ৩ লাখ টাকা। এবার যুক্ত হওয়া উদীয়মান ক্রিকেটার পেয়েছেন ৩ লাখ টাকা পুরষ্কার।