
‘আশেপাশের কিছু লোক ভালো হতে দিচ্ছে না’
শৃঙ্খলাভঙ্গের দায়ে ঢাকা ক্যাপিটালসের হয়ে ম্যাচ খেলার সুযোগ হয়নি সাব্বির রহমানের! কদিন আগে এমন খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। অনুশীলনে না এসে শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন সাব্বির, এমন খবর গণমাধ্যমে প্রকাশ করেছিলেন খালেদ মাহমুদ সুজন। কোচের ভেতরের কথা বাইরে বলার ব্যাপারটি ভালোভাবে নেননি ডানহাতি এই ব্যাটার।