বিপিএলে সিলেটের হয়ে খেলবেন ইংলিশ অলরাউন্ডার ব্রুকস

বিপিএল
বিপিএলে সিলেটের হয়ে খেলবেন ইংলিশ অলরাউন্ডার ব্রুকস
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইথান ব্রুকস। ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডারকে দলে নেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের পুরো মৌসুমেই পাওয়া যাবে ২৪ বছর বয়সি ব্রুকসকে।

বিপিএল দিয়েই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে তাঁর। ঘরোয়া ক্রিকেটেও অবশ্য বিশেষ কিছু করে দেখাতে পারেননি ব্রুকস। এখনো পর্যন্ত ২৪ প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ২০ উইকেট ও ৪৩ লিস্ট ‘এ’ ক্রিকেট ম্যাচে নিয়েছেন ২৮ উইকেট। এ ছাড়া ২৮ টি-টোয়েন্টিতে তরুণ অলরাউন্ডার ১৮ উইকেট শিকার করেছেন। ব্যাটিংয়ে সব ফরম্যাট মিলিয়ে দুই হাজারের বেশি রান করেছেন।

নিলামের আগে বিদেশি ক্রিকেটার হিসেবে সিলেট চুক্তি করেছে মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবের সঙ্গে। নিলামেও তারা বেশ কিছু চমক দেখিয়েছে। দেশি ক্রিকেটারদের মধ্যে আফিফ হোসেন, রনি তালুকদার, ইবাদত হোসেন ও মুমিনুল হককে নিয়েছে তারা। বিদেশিদের মধ্যে দলটিতে আরও আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও অ্যারন জোন্স।

আগেই জানা গেছে মঈন আলীর সঙ্গে কথা চলছে ফ্র্যাঞ্চাইজিটির। সবকিছু ঠিক থাকলে ৪ জানুয়ারির পর দলটির হয়ে বিপিএলে খেলতে দেখা যাবে মঈনকে। সেই সঙ্গে তারা যদি সেমি ফাইনালে জায়গা করে নিতে পারে তাহলে শিমরন হেটমায়ার খেলতে পারেন তাদের হয়ে।

এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটির বিশ্বস্ত একটি সূত্র। এরই মধ্যে জানা গেছে সিলেট টাইটান্সের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম। আর ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস।

সিলেটের কোচিং প্যানেলে জায়গা পেয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কাজ করা এক ঝাঁক দেশি কোচ। সিলেটের সিনিয়র সহকারী কোচ হিসেবে দেখা যাবে মাহমুদ ইমনকে। বাংলাদেশ নারী দলের সঙ্গে কাজ করার পাশাপাশি দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ ছিলেন তিনি।

আগামী আসরে দলটির পেস বোলিং কোচ হিসেবে কাজ করবেন সৈয়দ রাসেল। এর আগে ঢাকা প্লাটুন ও স্ট্রাইকার্সের হয়ে বিপিএলে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলাবেন এনামুল হক জুনিয়র। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ী দলের সদস্য ছিলেন তিনি।

আরো পড়ুন: বিপিএল