বিপিএলে খেলতে আসছেন সন্দীপ লামিচানে

বিপিএল
বিপিএলে খেলতে আসছেন সন্দীপ লামিচানে
সিলেট সিক্সার্সের জার্সিতে সন্দীপ লামিচানে, বিপিএল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী মৌসুমে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলার কথা ছিল জিমি নিশামের। তবে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডারকে খেলতে দেখা যাবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। নোয়াখালীর চেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে নিশামকে দলে টেনেছে রাজশাহী।

এবার আরেকটি আনুষ্ঠানিক চুক্তি ঘোষণা করেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দলটির হয়ে বিপিএলে খেলতে আসছেন সন্দীপ লামিচানে। নেপালের লেগ স্পিনার লামিচানে এর আগেও বিপিএলে খেলেছেন। তিনি সিলেট সিক্সার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন। এবার আবারও বাংলাদেশে খেলতে চলেছেন তিনি।

এদিকে বিপিএল নিলামের আগেই নিশামের সঙ্গে যোগাযোগ করে নোয়াখালী। প্রাথমিক আলোচনা অনেকটা এগোলেও আনুষ্ঠানিক চুক্তি হয়নি তাদের। তবে কিছুদিন আগে নিউজিল্যান্ডের অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ করে রাজশাহী। যেখানে তাদের কাছে নোয়াখালীর চেয়ে বেশি পারিশ্রমিক চেয়েছিলেন। দর কষাকষির পর রাজশাহীর হয়ে খেলতে রাজি হয়েছেন নিশাম। যার ফলে আগামী আসরে রাজশাহীর হয়ে খেলতে দেখা যাবে তাকে।

গত আসরেও বিপিএল খেলতে এসেছিলেন নিশাম। বিপিএল ফাইনালের আগে বাংলাদেশে পা রাখলেও চিটাগং কিংসের বিপক্ষে তাকে খেলায়নি বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ২০২৪ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে সাত ম্যাচ খেলেছিলেন তিনি। যেখানে তিন হাফ সেঞ্চুরিতে ২৯১ রান করেছিলেন নিশাম। বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলছেন কিউই অলরাউন্ডার।

সেই টুর্নামেন্ট শেষেই রাজশাহীর জার্সিতে বিপিএল খেলতে বাংলাদেশে আসবেন তিনি। নিশাম ছাড়াও রাজশাহীর হয়ে বিপিএল খেলবেন মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, বিনুরা ফার্নান্দো, দুশান হেমন্থ ও জাহানদাদ খান। দেশি ক্রিকেটারদের মধ্যে তানজিদ হাসান তামিমের সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও আকবর আলী।

রাজশাহী ওয়ারিয়র্স—

সরাসরি চুক্তি— তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, বিনুরা ফার্নান্দো, জিমি নিশাম, সন্দীপ লামিচানে।

নিলাম থেকে— জিসান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির হোসেন শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।

আরো পড়ুন: বিপিএল