মুমিনুল-জয়রা কেন সাঙ্গাকারা-জয়াবর্ধনের মতো ইনিংস বড় করতে পারেন না
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের তিন ইনিংসে বাংলাদেশের চার ব্যাটার মিলে সেঞ্চুরি করেছেন চারটা। সর্বোচ্চ ১৭১ রানের ইনিংসটা এসেছে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। এ ছাড়া লিটন দাস-মুমিনুলদের হাফ সেঞ্চুরিও আছে সাতটা। একটা সময় বাংলাদেশ যখন টেস্টে নবাগত ছিল তখন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে কিংবা মারভান আতাপাত্তুরা নির্দয়ের মতো লম্বা সময় ব্যাটিং করতেন, বড় ইনিংসও খেলতেন। টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ড একেবারে নতুন হলেও তাদের সঙ্গে তেমন কিছু করতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। মোহাম্মদ আশরাফুল মনে করেন, ঘরোয়া ক্রিকেটে এমন কিছুর অভ্যস্ততা না থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংস বড় করতে পারেন না মুমিনুল-জয় কিংবা সাদমান ইসলামরা।