নাহিদ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে: বালবির্নি

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অ্যান্ড্রু বালবির্নি, ক্রিকফ্রেঞ্জি
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অ্যান্ড্রু বালবির্নি, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সিলেট টেস্টে আলো ছড়িয়েছেন বাংলাদেশের স্পিনাররাই। তাতেই ১ দিন হাতে রেখে ইনিংস ব্যবধানে প্রথম টেস্ট জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচে আলাদাভাবে আলো ছড়াতে পারেননি পেসার নাহিদ রানা। প্রথম ইনিংসে একটি ও দ্বিতীয় উইকেটে দুটি উইকেট নিয়েছেন তিনি।

যদিও নাহিদের বোলিং নজর কেড়েছে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নির। তিনি জানিয়েছেন বাংলাদেশের এক ঝাঁক পেস বোলার উঠে আসার ব্যাপারটি তাদের জানা। ২০২৩ সালেই তারা ইবাদত হোসেন, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের বিপক্ষে খেলতে নেমেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তাদের চোখে চোখে আছেন রানাও। তাকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা না থাকলেও বালবির্নির বিশ্বাস ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নাহিদ সময়ের সঙ্গে সঙ্গে আরও ভয়ঙ্কর বোলার হয়ে উঠবে। তার মধ্যে সেই সম্ভাবনাই দেখছেন আইরিশ অধিনায়ক।

তিনি প্রথম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমরা ২০২৩ সালে যখন এখানে ছিলাম তখন এর একটা আভাস পেয়েছিলাম। তাদের ইবাদত, শরিফুলের মতো বোলার ছিল, এবং টেস্ট ম্যাচে আমরা খালেদকে দেখেছি। তাই অনেক সিম বোলার উঠে আসছে যাদের সম্পর্কে আমরা জানি। আমি নিশ্চিত নই যে তারা এই ধরনের উইকেটে সবসময় বল করতে কতটা পছন্দ করবে।'

বাংলাদেশ বরাবরই স্পিন বোলারদের জন্য স্বর্গরাজ্য। তার সঙ্গে নাহিদের মতো পেসার থাকা বাংলাদেশের জন্যই ভালো মনে করছেন বালবির্নি। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ও পেস বান্ধব উইকেটে নাহিদ যেভাবে বোলিং করেন তার প্রশংসা করেছেন আয়ারল্যান্ড অধিনায়ক বালবির্নি।

তিনি বলেন, 'রানাকে ক্যারিবিয়ানে এবং এমন উইকেটে যেখানে সে সুবিধা পায়, বল করতে দেখার পর আমার মনে হয়েছে সে বেশ ভয়ঙ্কর হয়ে উঠবে। তার মধ্যে স্পষ্টভাবে সব গুণাবলী রয়েছে। সে জোরে দৌড়ে এসে বল করে, এবং এটা বাংলাদেশের জন্য অবশ্যই দারুণ ব্যাপার। ঐতিহাসিকভাবে বাংলাদেশ সবসময়ই উচ্চমানের স্পিনারদের জন্য পরিচিত, কিন্তু আপনার হাতে এমন কিছু থাকাটা খুবই ভালো ব্যাপার, আমি মনে করি এবং আমি মনে করি যদি সে যদি ভালো করে যেতে থাকে, তাহলে বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার হবে।'