বাংলাদেশের ইনিংস কোথায় থামকে তা নিয়ে এখন যত জল্পনা কল্পনা। মুমিনুল হক মনে করেন মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ৩৫০ রান অন্য মাঠের ৪০০ রানের সমান। তবে তিনি মনে করেন এখানে প্রথম ইনিংসে ৩৫০ বা ৪০০ রান করলেই প্রথম ইনিংস শেষে ভালো অবস্থায় থাকবে বাংলাদেশ দল। ৪৫০ রানের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।
সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, 'প্রথম ইনিংসে আমার মনে হয় এখানে ৩৫০ রান করলেও সেটা অন্য মাঠের ৪০০ রানের সমান। কারণ মাঠ অনেক ধীরগতির, এখানে রান তোলা বেশ কঠিন। তাই ৩৫০-৪০০ রান হলেও খুব ভালো। খুব খারাপ অবস্থায় ৩৫০ করলেও সেটা ভালো সংগ্রহ। তবে আমরা এখন যে অবস্থানে আছি, আমার মনে হয় রান ৩৫০-এর বেশি হবে, এমনকি ৪৫০-ও হতে পারে।'
এর আগেও মিরপুরে দেখা যেত একদিনেই এক দল অল আউট হয়ে যেত। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে এমনটা হয়নি। তবে দ্বিতীয় দিনের প্রথম এক ঘণ্টার পর উইকেট ভাঙতে শুরু করবে বলে মনে করেন মুমিনুল। তবে প্রথম দিনের হিসেবে ২৯২ রানকে ভালো সংগ্রহ হিসেবেই বিবেচনা করছেন মুমিনুল।
দিনের শেষদিকে আয়ারল্যান্ডের বোলাররা গতি কমিয়ে বল করেছেন। এর ফলে বাংলাদেশের ব্যাটারদের জন্য রান করাও কঠিন হয়ে গিয়েছিল। তবে বাংলাদেশের ব্যাটাররা রান তোলার জন্য বেশ ইতিবাচক ব্যাটিং করেছেন বলে দাবি মুমিনুলের। আয়ারল্যান্ড বাংলাদেশ দলের ধৈর্য্যের পরীক্ষা নিয়েছেন বলেও ধারণা মুমিনুলের।
তিনি বলেন, 'টেস্ট ক্রিকেটে সাধারণত প্রথম দিন উইকেট একটু ভালো থাকে। কাল হয়তো প্রথম এক ঘণ্টা একরকম থাকবে, এরপর রোদ বাড়লে উইকেট ভাঙতে পারে বা বল ঘুরতে পারে। আজকের দিনে ২৯২ রান যথেষ্ট ভালো সংগ্রহ ছিল। উইকেটের চেয়ে বড় বিষয় ছিল ওরা খুব ভালো ফিল্ড সাজিয়েছিল এবং আমাদের ধৈর্য পরীক্ষা করছিল। কাল যদি বল ঘোরে, তবে পৌনে চারশো রানও খুব ভালো সংগ্রহ। আর যদি বল না ঘোরে, তবে ৪৫০-৫০০ রান ভালো।'