ফলে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে মুশফিকুর রহিমের শততম টেস্ট হিসেবে। যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলকও বটে।
এই ঐতিহাসিক মুহূর্তটি কাছ থেকে দেখার সুযোগ করে দিতে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকরা সম্পূর্ণ বিনা মূল্যে মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন।
বিসিবি জানিয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকরা সম্পূর্ণ বিনা মূল্যে মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন। বৈধ স্টুডেন্ট আইডি বা টিচার আইডি দেখিয়ে তারা প্রবেশ করতে পারবেন শহীদ মুশতাক স্ট্যান্ডের আপার গ্যালারিতে।
এই বিশেষ ক্যাটাগরির দর্শকদের প্রবেশের জন্য নির্ধারণ করা হয়েছে গেট নাম্বার ৫। স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের ব্যাগ, বাইরে থেকে আনা খাবার, পানির বোতল বা নিষিদ্ধ সামগ্রী বহন করা কঠোরভাবে নিষিদ্ধ—বিসিবির নিরাপত্তা নীতিমালা অনুযায়ী সবাইকে তা মেনে চলার অনুরোধ করা হয়েছে।