মাঝের ওভারগুলোতে উইকেট নেয়ার জন্যই রিশাদকে নিয়েছিলেন আফ্রিদি
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্বপ্নের মতো অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। চার ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে খেলা বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার। ম্যাচ শেষে তার ভূয়সী প্রশংসা করেছেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।