promotional_ad

পিএসএলে খেলার পর রিশাদ অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও ডাক পাবে: রাজা

রিশাদ হোসেন (বামে) ও সিকান্দার রাজা (ডানে), ফাইল ফটো
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক মৌসুমের প্রথম ৪ ম্যাচেই ৮ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। পিএসএলে অবশ্য গত তিনটি ম্যাচে খেলা হয়নি তার। সুযোগ পেলে বাকি ম্যাচগুলোতেও ভালো করবেন রিশাদ, এমনটাই বিশ্বাস সিকান্দার রাজার। পিএসএল সফলভাবে শেষ করে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলবেন রিশাদ, এমনটা ভবিষ্যদ্বাণী করলেন তারই সতীর্থ রাজা।

promotional_ad

প্রথম ম্যাচে খেলার সুযোগ না হলেও কোয়েটার বিপক্ষে পিএসএলে অভিষেক হয় রিশাদের। সেই ম্যাচে ৩১ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তিনি। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। মুলতান সুলতানসের বিপক্ষে ৪৫ রান দিলেও ২ উইকেট নিয়েছিলেন রিশাদ। তবে নিজের চতুর্থ ম্যাচে ছিলেন উইকেটশূন্য।


আরো পড়ুন

প্লে-অফে রিশাদই ‘এক্স ফ্যাক্টর’, সে আমাদের ফাইনালে তুলবে: কালান্দার্সের মালিক

২ ঘন্টা আগে
সামিন রানা (বামে), রিশাদ হোসেন (ডানে), ফাইল ফটো

তার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ক্রিকফ্রেঞ্জিকে রাজা বলেন, 'রিশাদ এবং আমার এর আগেও দেখা হয়েছে, যদিও প্রতিপক্ষ হিসেবে। আমি সব সময়ই তাকে অনেক শান্তশিষ্ট দেখেছি। কিন্তু যখন থেকে সে আমাদের দলে এসেছে, তখন থেকেই তাকে নতুন করে চেনা শুরু করেছি। সে দারুণ একজন টিমম্যান। সে আমাদের সঙ্গে সময়টা খুব দারুণভাবে উপভোগ করছে। সে দারুণ একজন মানুষ। ভালো একজন ক্রিকেটার। দেখবেন, এই পিএসএলের পর থেকেই সে আরো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ডাক পাবে ইনশাআল্লাহ।'


promotional_ad

'যখন রিশাদ পাকিস্তানে এসেছিলো, তখন চাইছিলাম তাকে আমি স্বাগত জানাতে। পাকিস্তানে এটা আমার তৃতীয়বারের মত আসা। তাই আমি চাচ্ছিলাম তাকে স্বাগত জানাতে। যেনো সে সহজেই মানিয়ে নিতে পারে। আমি, ক্যাপ্টেন এবং দলের মালিক যাই তার রুমে। তাকে স্বাগত জানাতেই মূলত আমি বাংলায় কথা বলি।'


আরো পড়ুন

টেস্ট বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন রাজা

২৫ জানুয়ারি ২৫
অনুশীলনে সিকান্দার রাজা, জিম্বাবুয়ে

এদিকে পিএসএল খেলতে গত ২৬ এপ্রিল দেশ ছেড়েছেন নাহিদ রানা। বাবর আজমের পেশাওয়ার জালমির হয়ে মাঠ মাতানোর কথা রয়েছে তার। যদিও এখনো ম্যাচ খেলার সুযোগ পাননি নাহিদ।


দ্রুতগতির এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন রাজা। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামদের নিয়ে গড়া বাংলাদেশের পেস বোলিং লাইনআপকে নাহিদ নেতৃত্ব দিতে দেখলে অবাক হবেন না বলেও জানিয়েছেন রাজা।


তিনি বলেন, 'নাহিদ এখনো ম্যাচ খেলেনি কিন্তু সে বাংলাদেশের জন্য বেশ ভালো একটি আবিষ্কার। আমি তার জন্য দোয়া করি যেনো সে সফল হতে পারে। যখন বাংলাদেশের সিনিয়র ফাস্ট বোলাররা ইনজুরি আক্রান্ত হচ্ছিলো, তখন নাহিদ রানা বেশ ভালোভাবেই তাদের অভাবটা পূরণ করেছে। আমি অবাক হবো না যদি তাকে বাংলাদেশের পেসারদের নেতৃতে দিতে দেখি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball