টানা তিন ম্যাচে লাহোরের একাদশে নেই রিশাদ

ছবি: পিএসএলে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন, লাহোর কালান্দার্স

প্রথম ম্যাচে খেলার সুযোগ না হলেও কোয়েটার বিপক্ষে পিএসএলে অভিষেক হয় রিশাদের। সেই ম্যাচে ৩১ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তিনি। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। মুলতান সুলতানসের বিপক্ষে ৪৫ রান দিলেও ২ উইকেট নিয়েছিলেন রিশাদ। তবে নিজের চতুর্থ ম্যাচে ছিলেন উইকেটশূন্য।
রিশাদের লাহোরকে হেসেখেলে হারাল বাবরের পেশাওয়ার
২৫ এপ্রিল ২৫
৪ ম্যাচে ৮ উইকেট নেয়ার পরও মুলতানের বিপক্ষে সুযোগ মেলেনি রিশাদের। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষেও একাদশে ছিলেন না তিনি। এমনকি কোয়েটার বিপক্ষে ম্যাচেও লাহারের একাদশে নেই ডানহাতি এই লেগ স্পিনার। টানা তিন ম্যাচে লাহোরের হয়ে খেলার সুযোগ হলো না তাঁর। যদিও ফখর জামান মুলতানের বিপক্ষে ম্যাচের পর নিশ্চিত করেছিলেন পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি রিশাদ।

লাহোরের উইকেট ব্যাটিং বান্ধব হওয়ায় বাড়তি একজন ব্যাটার খেলাতেই রিশাদকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় তারা। এ প্রসঙ্গে লাহোর ও পাকিস্তানের বাঁহাতি ওপেনার বলেছিলেন, ‘গত ম্যাচে (মুলতান সুলতানসের বিপক্ষে) উইকেটের কারণে সে খেলেনি। আমাদের ব্যাটার বেশি দরকার ছিল।’
রিশাদের ২ উইকেটের দিনে লাহোরের হার
২৩ এপ্রিল ২৫
পাশাপাশি বাংলাদেশি লেগ স্পিনারের প্রশংসাও করেছেন ফখর। তিনি বলেছিলেন, ‘রিশাদ দারুণ একজন প্রতিভা। আমি তাকে নেটে মোকাবেলা করেছি। সবাই তার অনেক প্রশংসা করে। সে ব্যাটও করতে পারে। দারুণ প্রতিভাবান একজন প্লেয়ার। দারুণ প্রতিভাবান একজন প্লেয়ার সে। আমার মনে হয় তার ভবিষ্যতও বেশ উজ্জ্বল।’
রিশাদের জায়গায় লাহোরের একাদশে সুযোগ পেয়েছেন টম কারান। ইংলিশ এই পেস বোলিং অলরাউন্ডার নিজের প্রথম দুই ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি। তবে বল হাতে দুটি উইকেট নিয়েছেন তিনি। কোয়েটার বিপক্ষেও একাদশে রাখা হয়েছে তাকেই। ধারণা করা হচ্ছে, লাহোরের বাইরের ম্যাচগুলোতে একাদশে সুযোগ দেয়া হতে পারে রিশাদকে।