promotional_ad

রিশাদের দারুণ বোলিংয়ের পরও ম্যাচ হারল লাহোর

লাহোর কালান্দার্সের ক্রিকেটাররা, পিএসএল
টানা তিন ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। করাচি কিংসের বিপক্ষে ফিরেই দারুণ বোলিং করলেও দলকে জেতাতে পারেননি বাংলাদেশের এই লেগ স্পিনার। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন ২২ বছর বয়সী রিশাদ। এর মধ্যে করাচির যখন ৫ ওভারে ৬৬ রান প্রয়োজন এমন সময় বোলিং করতে এসে মাত্র ৮ রান দেন রিশাদ।

promotional_ad

আর তাতেই ম্যাচ কঠিন হয়ে যায় করাচির জন্য। তবে হারিস রউফের খরুচে বোলিংয়ে শেষ পর্যন্ত ৪ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাহোরকে। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে বৃষ্টির কবলে পড়ে লাহোর। ফলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৫ ওভারে। ৫ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে তারা। তবে বৃষ্টি আইনে জয়ের জন্য করাচির সামনে ১৬৮ রানের লক্ষ্য দাঁড়ায়।


আরো পড়ুন

রিশাদের স্পিন আর আফ্রিদির পেসে ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে লাহোর

২৪ মে ২৫
শাহীন শাহ আফ্রিদি ও রিশাদ হোসেন

সেই লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৪০ রান যোগ করেন ডেভিড ওয়ার্নার ও টিম সেইফার্ট। ওয়ার্নার আউট হন ১০ বলে ২৪ রান করে। আর সেইফার্টের ব্যাট থেকে আসে ১০ বলে ২৪ রান। এরপর রিশাদ নিজের প্রথম ওভার করতে এসেই আউট করেছেন জেমস ভিন্সকে।


ওভারের চতুর্থ বলে ১২ বলে ১৩ রান করা এই ব্যাটারকে সিকান্দার রাজার ক্যাচ বানান রিশাদ। ভিন্স ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন তবে সেখানে ফিল্ডিং করা রাজা দারুণ ক্যাচ লুফে নিয়েছেন। সেই ওভারে রিশাদ খরচ করেন মাত্র ৭ রান। দ্বিতীয় ওভারে রিশাদের ওপর চড়াও হন সাদ বেগ।


promotional_ad



আরো পড়ুন

সাকিবের এক উইকেট, ফখর-শফিকের ব্যাটে ফাইনালের আরও কাছে লাহোর

২৩ মে ২৫
বল হাতে এক উইকেট নিয়েছেন সাকিব আল হাসান

এই স্পিনারের প্রথম বলে এক্সট্রা কাভার দিয়ে চার মারেন। পরের বলে পাকিস্তানি এই ব্যাটার ডাউন দ্য উইকেটে এসে মারে ছক্কা। সেই ওভারে রিশাদ খরচ করেন ১৩ রান। খানিক বাদেই ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা সাদকে আউট করেছেন ড্যারিল মিচেল। ১৫ বলে ২৫ রান করা এই ব্যাটারকে এলবিডব্লিউ করেন এই কিউই মিডিয়াম পেসার।


ইনিংসের ১১তম ওভারে শেষ ওভারে এসে মাত্র ৮ রান দেন রিশাদ। যদিও উইকেট পাননি আর। তবে রিশাদের এমন বোলিংয়েই জয়ের পথ সহজ হয়ে যায় লাহোরের। শেষদিকে খুশদিল শাহকে আউট করেছেন হারিস রউফ। একপ্রান্ত আগলে রেখে তখনও করাচিকে টানছিলেন ইরফান খান নিয়াজি।


করাচির জিততে শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৭ রান। তবে ১৪তম ওভারে এসে হারিস রউফ এক ওভারেই খরচ করেন ২০ রান। ফলে হাতের মুঠোয় থাকা ম্যাচ বেরিয়ে যায় লাহোরের। যদিও পরের ওভারে এসে মোহাম্মদ নবিকে ফেরান মিচেল। তাতেও ৫ বলে ৭ রানের সমীকরণ আটকাতে পারেননি মিচেল।


ইমরান শেষ পর্যন্ত ২১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। এর আগে ফখর জামানের ৫১, মোহাম্মদ নাইমের ৬৫ আর আব্দুল্লাহ শফিকের ১৮ রানের সুবাদে নির্ধারিত ১৫ ওভারে ১৬০ রান তোলে লাহোর। করাচির হয়ে একাই চার উইকেট নেন আব্বাস আফ্রিদি। মীর হামজা, হাসান আলী ও আমের জামাল নেন একটি করে উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball