
বৃথা গেল শান্তর ঝড়ো ইনিংস, বরিশালের কাছে হারল রাজশাহী
চোটের কারণে বাংলাদেশ দলের হয়ে ওয়েস্ট সফরে খেলা হয়নি নাজমুল হোসেন শান্তর। বাংলাদেশ দলের টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। আগামী ১৬ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ক্যারিবীয়দের বিপক্ষে। শান্ত অবশ্য নিজেকে ফিরে পেতে ব্যস্ত। আগেই জানা গিয়েছিল এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহীর হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাকে।