দলীয় ১২ রানেই রাজশাহী হারায় ওপেনার হাবিবুর রহমান সোহানকে। এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও সাব্বির হোসেন। এই দুজনে গড়েন ৪৬ রানের জুটি। এরপর আর এত বড় জুটি গড়তে পারেননি রাজশাহীর ব্যাটাররা। শান্ত ২১ বলে ২১ ও সাব্বির ২৪ বলে ২১ রান করেন।
এর বাইরে প্রিতম কুমার দারুণ শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। গোলাম কিবরিয়া ১৫ রান করে অপরাজিত থাকলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। এর বাইরে নিহাদুজ্জামান করেন ১২ রান। মোহাম্মদ রুবেল একাই ৩ উইকেট নেন। ৪ ওভারে খরচ করেন মাত্র ২৪ রান। একটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, নাইম হাসান ও মেহেদী হাসান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে মাহমুদুল হাসান জয়কে হারায় চট্টগ্রাম। দ্বিতীয় উইকেটে ৬২ বলে ৮৫ রানের জুটি গড়েন মুমিনুল হক ও শাহাদাত হোসেন দিপু। এই জুটি ভাঙে মুমিনুলের বিদায়ের পর। দলীয় ১০০ রানে মুমিনুলের বিদায়ের পর বাকি ৫৫ রান তুলতে আরও ৪ উইকেট হারায় চট্টগ্রাম।
দলটির ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান করেছেন দুজন—মুমিনুল ও দিপু। এদিন ওপেনিংয়ে নামা মুমিনুল ৩৭ বলের ইনিংসে মারেন ৬টি চার। ৩৩ বলের ইনিংসে শাহাদাত মারেন ৪টি চার ও ২টি ছক্কা। দুজনের বিদায়ের পর শেষ ৩৯ বলে ৪৯ রান যোগ করে চট্টগ্রাম। রাজশাহীর হয়ে দুটি করে উইকেট নেন মেহরব হোসেন ও আসাদুজ্জামান পায়েল।