বৃথা গেল শান্তর ঝড়ো ইনিংস, বরিশালের কাছে হারল রাজশাহী
ছবি: নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি
যদিও দলটির হয়ে প্রথম দুই ম্যাচে মাঠে নামা হয়নি শান্তর। তৃতীয় ম্যাচে মাঠে নেমেই ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। খেলেছেন ৫৪ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস। ইনিংস জুড়ে ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তার ব্যাটে ভর করেই ৫ উইকেটে ১৮৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় রাজশাহী।
সেই লক্ষ্য অবশ্য ৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় বরিশাল। বরিশালের হয়ে ওপেনার আব্দুল মজিদ খেলেছেন ৩৯ বলে ৫৩ রানের ইনিংস। আরেক ওপেনার ইফতিখার হোসেনের ব্যাট থেকে আসে ৩৫ রান। অধিনায়ক সোহাগ গাজী শূন্য রানে আউট হলেও দলকে পথ দেখিয়েছেন ফজলে মাহমুদ রাব্বি।
তিনি খেলেন ৩৪ বলে ৫৪ রানের ইনিংস। সালমান হোসেন ইমন ১২ বলে খেলেন ২১ রানের ইনিংস। এরপর মঈন খান ৮ বলে ১৫ রানের ক্যামিও খেলে বরিশালকে জিতিয়ে মাঠ ছাড়েন। রাজশাহীর হয়ে শফিকুল ইসলাম, মোহর শেখ ও গোলাম কিবরিয়া নেন একটি করে উইকেট।
এর আগে এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় রাজশাহী। ওপেনিং জুটিতে হাবিবুর রহমান সোহান ও শান্ত মিলে যোগ করেন ৮৯ রান। সোহান ফিরে যান ৩৩ বলে ৪৭ রান করে। এরপর শান্তকে দারুণ সঙ্গ দেন সাব্বির হোসেন। তিনি ২৩ রান করে আউট হলে শূন্য রানে ফিরে যান প্রিতম কুমার।
মেহরব হোসেন ফেরেন ১০ রান করে। এরপর শান্ত ফিরে যান ৫৪ বলে ৮০ রান করে। শেষে ফরহাদ রেজার ৬ বলে ১০ ও কিবরিয়ার ১ রানে বড় পুঁজি পেয়ে যায় রাজশাহী। বরিশালের হয়ে ২টি করে উইকেট নেন মঈন খান ও মেহেদী হাসান। একটি উইকেট যায় কামরুল ইসলাম রাব্বির ঝুলিতে।