ইমরুলের উইকেটটি স্পেশাল আলিসের কাছে
ছবি: সংগৃহীত
বল হাতে ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও আজিজুল হাকিম তামিমকে ফিরিয়ে নিজের কাজটা করে দিয়েছেন আলিস আল ইসলাম। ৪ ওভারে ২৪ রান খরচায় ঢাকা মেট্রোর ‘রহস্যময়’ স্পিনার নিয়েছেন ৩ উইকেট। বাকি কাজটা করেছেন দলটির অন্য বোলাররা।
মেট্রোকে ফাইনালে নিলেন মোসাদ্দেক-রাকিবুল
২২ ডিসেম্বর ২৪আলিস জানিয়েছেন এই তিন উইকেটের মধ্যে সবচেয়ে বিশেষ ছিল ইমরুল কায়েসের উইকেটটি। এই ওপেনারকে ব্যক্তিগত ৮ রানে বোল্ড করে ফিরিয়েছেন তিনি। আলিস মনে করেন ইমরুল টিকে গেলে তাদের জন্য ম্যাচ জেতা কঠিন হয়ে যেত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলিস বলেছেন, 'ব্যাটিং উইকেটই ছিল এতক্ষণ যাবত। কারণ ব্যাটসম্যানরা রান পাচ্ছিল। আমার উইকেটের মধ্যে সবচেয়ে স্পেশাল উইকেট ছিল ইমরুল ভাইয়েরটা। কারণ পাওয়ার প্লেতে যদি ইমরুল ভাই ভালো খেলত তাহলে ম্যাচটা আমাদের কাছ থেকে দূরে সরে যেত।'
মিস্ট্রি স্পিনার হিসেবে এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটে খ্যাতি কুড়িয়েছেন আলিস। এই ম্যাচেও তাকে বিভিন্ন ভ্যারিয়েশনে বল করতে দেখা গেছে। ইমরুল ও মিঠুনকে আউট করেছেন ক্যারম বলে আর আজিজুলের উইকেট নিয়েছেন অফ স্পিনে। আলিস জানালেন ম্যাচ পরিস্থিতি বুঝে বল করেই সফল হয়েছেন তিনি।
আলিসের ভাষ্য, 'ইমরুল ভাইকে ক্যারম বলে আউট করেছি। মিঠুন ভাইকেও একই বলে আউট করেছি। তামিমের সময় অফ স্পিন করেছি। এই কনফিউশনটা থাকেই কখন কোন বল করব। বা ব্যাটসম্যান কোনটা চাচ্ছে। ম্যাচ পরিস্থিতি অনুযায়ী এটা নির্ধারণ হয়। বা ফিল্ডার কোথায় আছে ব্যাটসম্যানকে কোথায় খেলাতে চাচ্ছি ওই অনুযায়ী বল করি।'