‘মুস্তাফিজের পারফরম্যান্স প্রমাণ করে আমাদের খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের’
২১ ডিসেম্বর বিকেলের ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে লড়াইয়ে চার বলের মধ্যে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে দুবাই ক্যাপিটালসের হয়ে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। রাতের ম্যাচে চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে সাকিব আল হাসান নিয়েছেন ২ উইকেট। পরবর্তীতে ব্যাটিংয়ে করেছেন অপরাজিত ১৭ রান। এমআই এমিরেটসকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিবও। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে মুস্তাফিজ-সাকিবদের পারফরম্যান্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্তুতি। নাজমুল আবেদিন ফাহিম জানালেন, মুস্তাফিজদের পারফরম্যান্সই প্রমাণ করে বাংলাদেশের খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের।