কলকাতায় টানা ৩ ম্যাচ, লিটন বলছেন ‘প্লাস পয়েন্ট’
প্রকাশিত হয়েছে ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। বাংলাদেশের গ্রুপে জায়গা পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির মতো দল। এর মধ্যে টানা তিন ম্যাচই বাংলাদেশ খেলবে কলকাতার মাটিতে। সূচি দেখে সন্তুষ্ট বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।