এরপর সাংবাদিকদের পক্ষ থেকে আইসিসির সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর সেখান থেকে নির্দেশনা দেয়া হয় আগ্রহীদের আবারও বিভিন্ন তথ্য সরবরাহের জন্য। এরপর মঙ্গলবার দুপুর নাগাদ আইসিসি বাংলাদেশি বেশ কয়েকজন সাংবাদিককে অ্যাক্রিডিটেশন দিয়েছে।
এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশি একজন সাংবাদিক। তিনি বলেন, 'হ্যাঁ, আইসিসি আমাকে অ্যাক্রিডিটেশন দিয়েছে। আরও বেশ কয়েকজন পেয়েছেন। আশা করছি বাকিরাও দ্রুত পেয়ে যাবেন।'
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ দলের ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই বিসিবি ও আইসিসির সম্পর্কের মধ্যে অস্বস্তি তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন শুরুতে বাতিল করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছিল।
বিশ্বকাপে বাংলাদেশের বদলি হিসবে ইতোমধ্যে স্কটল্যান্ডের নাম ঘোষণা করে দিয়েছে আইসিসি। তারা বাংলাদেশের জায়গায় 'সি' গ্রুপে খেলবে। প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালিকে।