অভিষেক রাঙিয়ে রাতুলের ৫ উইকেট, জিতল রূপগঞ্জ
সামিউন বশির রাতুলের লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন একেএম হুসনা হাবিব মেহেদী। ব্যাটে-বলে হলেও টাইমিংয়ে গড়বড় হওয়ায় আউট সাইড এজ হয়ে শর্ট থার্ডম্যানে তানভীর ইসলামের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। হুসনা হাবিবকে ফিরিয়ে ডিপিএলে নিজের অভিষেক ম্যাচেই বাঁহাতি স্পিনে ৫ উইকেট নিয়েছেন রাতুল। বোলিংয়ে এমন ঝলক দেখানোর আগে ব্যাট হাতেও খেলেছেন ৪০ রানের ইনিংস। রাতুল, তানভীরের স্পিনের পাশাপাশি হাফ সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনিক।