অভিষেক রাঙিয়ে রাতুলের ৫ উইকেট, জিতল রূপগঞ্জ

ছবি: অভিষেকেই রাতুলের ৫ উইকেট, ক্রিকফ্রেঞ্জি

মিরপুরে জয়ের জন্য ২৯৯ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রূপগঞ্জ টাইগার্স। ইনিংসের চতুর্থ ওভারেই ফিরে গেছেন শফিউল হায়াত হৃদয়। পাওয়ার প্লে শেষের আগে আউট হয়েছেন আসাদুল্লা আর গালিবও। দ্রুত রান তুলতে না পারা রূপগঞ্জ টাইগার্সকে চেপে ধরেন লিজেন্ডস অব রূপগঞ্জের রাতুল। বাঁহাতি স্পিনারকে খেলতেই পারছিলেন না তারা।
এক ফরম্যাট খেলি বলে চাপ কম, এটা বললে ভুল হবে: শেখ মেহেদী
২০ মার্চ ২৫
গালিবের পাশাপাশি মোহাম্মদ নুরুজ্জামান, মইনুল ইসলাম ও অধিনায়ক আল আমিন জুনিয়রের উইকেট নিয়েছেন রাতুল। পরবর্তীতে আব্দুল মজিদের উইকেট নিয়ে জুটি ভাঙেন তানভীর ইসলাম। একটু পর মাহমুদুল হাসানকেও ফিরিয়েছেন বাঁহাতি স্পিনার। শেষ পর্যন্ত ১২৬ রানে অল আউট হয়েছে রূপগঞ্জ টাইগার্স। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন রাতুল। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব ও তানভীর।
টস হেরে ব্যাটিং করতে ইনিংসের প্রথম বলেই আউট হতে পারতেন তানজিদ হাসান তামিম। ফাহাদ হোসেনের লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বাঁহাতি ওপেনার। তবে নো বল হওয়ায় বেঁচে গেছেন তিনি। জীবন পেয়েই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন তানজিদ। যদিও তাকে সঙ্গ দিতে পারেননি সাইফ হাসান। হুসনা হাবিব মেহেদীর অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি।
তিনে নেমে ধীরগতির ব্যাটিংয়ে শুরু করা সৌম্য সরকারও সুবিধা করতে পারেননি। আল আমিন জুনিয়রের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ডিপিএলে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে না পারা সৌম্য আউট হয়েছেন ১৫ রানে। তবে দারুণ ব্যাটিংয়ে ৪৭ বলে হাফ সেঞ্চুরি করেছেন তানজিদ। পঞ্চাশ ছোঁয়ার পর অবশ্য ইনিংস আর বড় করতে পারেননি তিনি। নুহায়েল সানদিদের লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন তানজিদ।

ব্যাটে-বলে করতে না পারায় বোল্ড হয়ে ফিরতে হয় ৬১ রানের ইনিংস খেলে। দ্রুতই ফিরেছেন মাহমুদুল হাসান জয়ও। ১৩ রান করা ডানহাতি ব্যাটারকে ফিরিয়েছেন মাহমুদুল হাসান। ভালো শুরু পেয়ে সেটাকে টেনে নিয়ে যেতে পারেননি আফিফ হোসেনও। ৪৯ বলে ২৯ রান করা বাঁহাতি ব্যাটারকে আউট করেছেন মইনুল ইসলাম। ১৫১ রানে ৫ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন সামিয়ান বশির রাতুল ও জাকের আলী।
সন্ধ্যায় ঢাকায় আনা হচ্ছে তামিমকে
১৫ ঘন্টা আগে
তারা দুজনে মিলে ৯১ রানের জুটি গড়েছেন। ৩৪ বলে ৪০ রানের ইনিংস খেলা রাতুলের বিদায়ে ভেঙেছে জুটি। রাতুল ফেরার পর ৭২ বলে হাফ সেঞ্চুরি করেছেন জাকের। পঞ্চাশ ছোঁয়ার পর আক্রমণাত্বক ব্যাটিংয়ে ৮৫ বলে ৭৩ রানে অপরাজিত ছিলেন ডানহাতি এই ব্যাটার। শেষের দিকে ব্যাট হাতে ঝড় তোলেন মেহেদী। ১৫ বলে খেলেছেন অপরাজিত ৩৪ রানের ইনিংস। তাদের ব্যাটেই ২৯৮ রানের পুঁজি পেয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ- ২৯৮/৬ (৫০ ওভার) (তানজিদ ৬১, আফিফ ২৯, রাতুল ৪০, জাকের ৭৩*, মেহেদী ৩৫*; হুসনা মেহেদী ২/৫৩)
রূপগঞ্জ টাইগার্স- ১২৬/১০ (৪২.২ ওভার) (মজিদ ৪৩, আরিফুল ২৫; রাতুল ৫/২৭, তানজিম ২/১৮, তানভীর ২/৩৩)