পান্তের কাছে ২০৯ রানই যথেষ্ট ছিল, ভিন্নমত ক্লুজনারের

ছবি: গুরুত্বপূর্ণ ম্যাচে পান্ত ফিরে যান শূন্য রানে, ফাইল ফটো

আইপিএলে সোমবারের ম্যাচে আগে ব্যাটিং করে লক্ষ্ণৌ করে ২০৯ রান। ৮.১ ওভারের মধ্যে দলীয় একশ রানে পৌঁছায় দলটি। মূলত মানসম্পন্ন ফিনিশিংয়ের অভাবে অনেক বেশিদূর যেতে পারেনি লক্ষ্ণৌ।
‘চমৎকার নেতা’ পান্তের নেতৃত্বে খেলতে মুখিয়ে আছেন পুরান
২১ মার্চ ২৫
মিচেল মার্শ-নিকোলাস পুরানের ইনিংসের সময় মনে হচ্ছিল রান বন্যার আইপিএলে আড়াইশ রানে পৌঁছে যাবে লক্ষ্ণৌ। কিন্তু মিচেল স্টার্ক, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেলের নৈপুণ্যে এ দিন খুব বেশিদূর পৌঁছাতে পারেনি দলটি। ৩৬ বলে ৭২ রান করেন মার্শ, ৩০ বলে ৭৫ রান করেন পুরান।
চার ওভারের ব্যবধানে মার্শ-পুরান ফেরার পর তারপর ডেভিড মিলার একপ্রান্ত আগলে রেখে এগিয়ে যেতে থাকলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি। আইয়ুশ বাদোনি ৪, শার্দুল ঠাকুর শূন্য ও শাবাজ আহমেদ ৯ রানে ফিরে যান। ১৯ বলে অপরাজিত ২৯ রান করে লক্ষ্ণৌকে দুইশ পার করান ডেভিড মিলার।

সেই লক্ষ্যও যেন মামুলি করে তোলেন দিল্লির আশুতোষ শর্মা। তার ৩১ বলে ৬৬ রানের ইনিংসে এক উইকেটে ম্যাচ জিতে দিল্লি। ম্যাচ শেষে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, লক্ষ্ণৌর পুঁজি যথেষ্ট ছিল কি না। ম্যাচ শেষে পান্ত বলেন, 'আমাদের ব্যাটারেরা ভালো খেলেছে। এই উইকেটের জন্য যথেষ্ট রান তুলেছিল তারা।'
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্লুজনার বলেন, 'হারের কারণ হিসেবে যদি কিছু বলতে হয়, তা হলে বলব ২০-৩০ রান কম করেছি আমরা। যে কারণে হয়তো আমাদের বোলারেরা চাপে পড়ে গিয়েছিল।'
ক্লুজ়নার আরও বলেন, 'দিল্লি খুব ভালো ব্যাট করেছে। কিন্তু ওরা জয়ের কথা ভাবতে পেরেছে, কারণ আমরা যথেষ্ট রান করিনি। খুব ভালো উইকেট ছিল। বল স্পিন করছিল। সকলের জন্য কিছু না কিছু ছিল এই পিচে।'