স্টার্ক ‘ম্যাজিকের’ পর সুপার ওভারে জিতল দিল্লি
যশস্বী জয়সাওয়াল ও নীতিশ রানার হাফ সেঞ্চুরির পরও শেষ ১৮ বলে ৩১ রান প্রয়োজন ছিল রাজস্থান রয়্যালসের। এমন সময় বোলিংয়ে এসে ৮ রান দিয়ে হাফ সেঞ্চুরিয়ান নীতিশের উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। উইকেটে শিমরন হেটমায়ার ও ধ্রুব জুরেলের মতো ব্যাটার থাকায় ১২ বলে ২৩ রানের সমীকরণ মেলানো কঠিন হওয়ার কথা ছিল না রাজস্থানের জন্য। তাদের কাজটা আরও সহজ করে দিয়েছেন মুহিত শর্মা।