promotional_ad

এমন হারের ব্যাখ্যা নেই রাহানের কাছে

কলকাতার জার্সিতে রাহানে
পাঞ্জাব কিংসের বিপক্ষে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হয়ে ফিরতে হয়েছিল আজিঙ্কা রাহানেকে। তবে রিভিউ করার সুযোগ থাকলেও সেটা নেননি কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। এ ঘটনায় নিজের ওপরই দায় নিচ্ছেন তিনি।

promotional_ad

পাঞ্জাবকে ১১১ রানে আটকে দিয়ে বড় জয়ের স্বপ্ন দেখছিল কলকাতা। তবে রাহানের আউট দিয়ে শুরু হওয়া ব্যাটিং বিপর্যয়ের পর কলকাতা অল আউট হয়ে যায় মাত্র ৯৫ রানে। ১৬ রানে হাতের ম্যাচ হেরে যায় কলকাতা।


আরো পড়ুন

পুরোনো ৩ ক্রিকেটারের পরিকল্পনার কাছেই ধরাশায়ী হয়েছে চেন্নাই

১২ এপ্রিল ২৫
ম্যাচ শেষে হাত মেলাচ্ছেন দুই দলের অধিনায়ক, ফাইল ফটো

নিজের আউটের ব্যাখ্যা দিয়ে রাহানে বলেছেন, সে (আঙ্কৃশ) নিশ্চিত ছিল না। সে বলছিল, আম্পায়ার্স কল হতে পারে। আমিই ঝুঁকি নিতে চাইনি। নিজেও নিশ্চিত ছিলাম না। এটাই ছিল আমাদের আলোচনা। উইকেট খুব সহজ ছিল না (ব্যাটিংয়ের জন্য)। তবে ১১১ রান অবশ্যই তাড়া করা উচিত ছিল। আমরা খুবই বাজে ব্যাট করেছি। ব্যাটিং ইউনিট হিসেবে পুরো দায় আমরা নিচ্ছি। বোলাররা খুবই ভালো করেছে পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে এই রানে আটকে রেখে।'


promotional_ad

তিনি আরও যোগ করেন, 'আমরা যখন ব্যাট করছিলাম, সোজা ব্যাটে খেলা উচিত ছিল ব্যাটের মুখ পুরোপুরি প্রদর্শন করে। সুইপ খেলা এই উইকেটে কঠিন। তাই বলকে ব্যাটে আসতে দেওয়া উচিত ছিল। তাড়না দেখানো জরুরি ছিল অবশ্যই, তবে ক্রিকেটিং শট খেলেই। আমরা বেশ এলোমেলো ছিলাম, দায় আমাদেরই নিতে হবে।'


আরো পড়ুন

ডেভিডের ঝড় ম্লান করে পাঞ্জাবকে জেতালেন ওয়াদহেরা

৫ ঘন্টা আগে
পাঞ্জাবের জয়ের পথে নেহাল ওয়াদহেরা, আইপিএল

যুবেন্দ্র চাহালের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে ব্যাটে-বলের টাইমিং গড়বড় করে এলবিডব্লিউ হয়েছিলেন রাহানে। যদিও টিভি রিপ্লেতে দেখা যায় বলের ইমপ্যাক্ট ছিল স্টাম্পের বাইরে। এই আউট নিয়ে তাই আক্ষেপ করতেই পারেন কলকাতার ভক্ত সমর্থকরা।


করতে পারেননি তিনি। এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রাহানে রিভিউ না নিয়ে চলে যান মাঠ ছেড়ে। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বলের ‘ইম্প্যাক্ট’ ছিল অফ স্টাম্পের বাইরে।


কলকাতাকে হারিয়ে আইপিএলে সবচেয়ে কম রান নিয়ে জয়ের রেকর্ড গড়েছে পাঞ্জাব। এমন হারের ব্যাখ্যা নেই রাহানের কাছে। অনেক হতাশা নিয়ে তিনি বলেছেন, 'ব্যাখ্যা করার কিছু পাচ্ছি না। সবাই দেখেছি, মাঠে কী হয়েছে। খুবই হতাশ আমার প্রচেষ্টায়। দায় নিজে নিচ্ছি, অধিনায়ক হয়েও ভুল শট খেলেছি, যদিও বল লাগত না (স্টাম্পে)। তবে সেখান থেকেই শুরু হয়েছে (ধস), দোষ তাই আমারই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball