promotional_ad

চাহালের টার্ন দেখেই জয়ের আশা বেড়েছিল পাঞ্জাবের

২৮ রানে ৪ উইকেট নিয়ে পাঞ্জাব কিংসের জয়ের নায়ক যুবেন্দ্র চাহাল, বিসিসিআই
১১১ রান তাড়ায় কলকাতা নাইট রাইডার্সের রান ২ উইকেটে ৬২। জেতার জন্য হাতে উইকেট এবং যথেষ্ট ওভারও ছিল বর্তমান চ্যাম্পিয়নদের হাতে। তবে পাঞ্জাব কিংসের যুবেন্দ্র চাহালের অবিশ্বাস্য বোলিংয়ে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় কলকাতা। এমন ম্যাচ জেতার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছিলেন না শ্রেয়াস আইয়ার। পাঞ্জাবের অধিনায়ক ম্যাচ শেষে জানালেন, চাহালের বোলিংয়ে টার্ন দেখেই জয়ের আশা বেড়েছিল তাদের।

promotional_ad

ইনিংসের প্রথম ওভারেই দারুণ এক ডেলিভারিতে সুনীল নারিনকে বোল্ড করে ফেরান মার্কো জানসেন। পরের ওভারে হাভিয়ের ব্রাটলেট নিয়েছেন কুইন্টন ডি ককের উইকেট। ইনিংসের প্রথম ৮ বলে দুই ওপেনারকে হারিয়ে বিপাকেই পড়ে কলকাতা। তবে তৃতীয় উইকেটে জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন আজিঙ্কা রাহানে ও অংক্রিশ রাঘুবংশী। তাদের দুজনের ব্যাটে জুটির পঞ্চাশও পেরিয়ে যায়। একটা সময় মনে হচ্ছিল অনায়াসেই জিততে যাচ্ছে কলকাতা।


আরো পড়ুন

১১১ রান করেও চাহালের ঘূর্ণিতে ম্যাচ জিতল পাঞ্জাব

১৫ এপ্রিল ২৫
১১১ রান করেও চাহালের ঘূর্ণিতে ম্যাচ জিতল পাঞ্জাব, ফাইল ফটো

যদিও মুল্লানপুরে এমন কিছু হতে দেয়নি পাঞ্জাব। ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো চাহালকে বোলিংয়ে আনেন আইয়ার। বোলিংয়ে এসে নিজের চতুর্থ বলেই ১৭ বলে ১৭ রান করা রাহানেকে ফেরান ডানহাতি লেগ স্পিনার। যদিও লেগ বিফোর উইকেটের সিদ্ধান্ত ভুল দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিলেও বেঁচে যেতে পারতেন রাহানে। কলকাতার ধস নামা শুরু হয় সেখান থেকেই। নিজের পরের ওভারে রাঘুবংশীর উইকেট তুলে নিয়ে কলকাতাকে আরও চাপে ফেলেন চাহাল।


promotional_ad

মাঝে গ্লেন ম্যাক্সওয়েল নিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ারের উইকেট। তৃতীয় ওভারে বোলিং করতে এসে টানা দুই বলে রিংকু সিং ও রামানদিপ সিংকে আউট করেছেন চাহাল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি কলকাতা। অবিশ্বাস্য জয়ের ম্যাচে চাহাল ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচ শেষে আইয়ার জানান, চাহালের অমন বোলিং আর টার্ন দেখেই জয়ের বিশ্বাস পাচ্ছিলেন তারা।


আরো পড়ুন

ডেভিডের ঝড় ম্লান করে পাঞ্জাবকে জেতালেন ওয়াদহেরা

৫ ঘন্টা আগে
পাঞ্জাবের জয়ের পথে নেহাল ওয়াদহেরা, আইপিএল

এ প্রসঙ্গে পাঞ্জাবের অধিনায়ক বলেন, ‘শুরুতে দুই ওভারে দুই উইকেট নিয়ে মোমেন্টাম আমাদের ছিল। তবে ওদের দুই ব্যাটার এসে মোমেন্টাম ওদের দিকে নিয়ে যায়। ইউজি (যুবেন্দ্র) এসে হঠাৎ বল টার্ন করাতে শুরু করল। আমাদের আশা তাতে বেড়ে গেল। এরপর থেকেই আমি বিশ্বাস করতে শুরু করি যে, এখান থেকে ম্যাচ ঘুরিয়ে ফেলতে পারি আমরা। চেয়েছিলাম ফিল্ডিং যেন আগ্রাসী হয় ঠিক ব্যাটসম্যানের সামনে, যাতে তারা ভিন্ন কিছুর চেষ্টা করে এবং ভুল করে। সেটাই হয়েছে। এরপর স্রোত আমাদের দিকে চলে আসে।’


অথচ কলকাতার বিপক্ষে খেলারই কথা ছিল না চাহালের। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কাঁধে চোট পেয়েছিলেন ডানহাতি এই লেগ স্পিনার। কলকাতা ম্যাচের আগে ফিটনেস পরীক্ষাও দিতে হয়েছিল তাকে। যে কারণে ম্যাচ খেলার সিদ্ধান্ত চাহালের উপর ছেড়ে দিয়েছিল পাঞ্জাবের টিম ম্যানেজমেন্ট। এমনকি ম্যাচ শুরুর আগে রিকি পন্টিং চাহালের কাছে জানতে চাইলে, ভারতীয় লেগ স্পিনার তাকে খেলিয়ে দিতে বলেন।


এ প্রসঙ্গে পন্টিং বলেন, ‘চাহাল আজকে কতই না ভালো ছিল! কী দারুণ এক স্পেল সে উপহার দিল! এই সপ্তাহে আমরা তার ওপরই ছেড়ে দিয়েছিলাম। গত ম্যাচে কাঁধে চোট পাওয়ার পর এই ম্যাচের আগে তার ফিটনেস পরীক্ষা হয়েছিল। গা গরমের সময় তাকে ধরে চোখে চোখ রেখে বললাম, ‘তুমি কি ঠিক আছো?’ সে বলল, ‘কোচ, শতভাগ ঠিক আছে। মাঠে নামিয়ে দিন।’ এরপর কী দুর্দান্ত বোলিং করল!’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball