promotional_ad

পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ জ্যোতির

নিগার সুলতানা জ্যোতি
আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ারের একের পর এক চমক দিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী দল। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। আর মাত্র একটি জয় পেলেই বিশ্বকাপে খেলার হাতছানি বাংলাদেশের সামনে।

promotional_ad

যদিও সামনের দুটি ম্যাচ মোটেই বাংলাদেশের জন্য সহজ না। দুই ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এই ম্যাচে জয় পেতে বাংলাদেশ দল নিজেদের উজাড় করে দেবে বলে জানিয়েছেন অধিনায়ক জ্যোতি। আপাতত ম্যাচ বাই ম্যাচ ধরে এগোনই টাইগ্রেসদের লক্ষ্য। সেই সঙ্গে ধারবাহিকতা ধরে রাখাতেই বড় মনোযোগ তাদের।


আরো পড়ুন

নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে

১৮ ঘন্টা আগে
আইসিসি

সেই লক্ষ্যের কথা জানিয়ে জ্যোতি বলেছেন, 'আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। হ্যাঁ, আমরা পরবর্তী ম্যাচের অপেক্ষায় আছি, তবে আমরা সবসময় দল হিসেবেই খেলি। আমরা দল হিসেবে যেটা ভালো করেছি, সেদিকে মনোযোগ দিতে হবে। এটা অবশ্যই একটা বড় ম্যাচ হতে চলেছে, আর গত কয়েকটা ম্যাচে যেভাবে খেলেছি, আমরা চাই সেই ধারাবাহিকতা বজায় থাকুক।'


promotional_ad

বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ দলে নারী দল।


আরো পড়ুন

বাংলাদেশ-জিম্বাবুয়েকে একই কাতারে রাখছেন উইলিয়ামস

১২ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে শন উইলিয়ামস, ক্রিকফ্রেঞ্জি

জ্যোতি নিজেও ব্যাট হাতে আছেন তুমুল ফর্মে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিনি পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৩৫ রান। আগের আসরগুলোতে বাংলাদেশের বোলাররা ভালো করলেও ব্যাটাররা ভালো করতে পারছিল না।


এই টুর্নামেন্টে ব্যাটারদের পারফরম্যান্সের প্রশংসা করে জ্যোতি বলেন, 'গত কয়েক বছর ধরে আমাদের দৃশ্যমান সমস্যা ছিল ব্যাটিং। বোলাররা ভালো করছিল, কিন্তু ব্যাটিং ইউনিট সেভাবে চলছিল না। কিন্তু এই টুর্নামেন্টে ব্যাটাররা দারুণ খেলছে। বিশেষ করে টপ অর্ডারে ধারাবাহিকভাবে রান এসেছে। এটা ছিল একমাত্র দিক যেখানে উন্নতির দরকার ছিল, আর সেই উন্নতিটাই এখন দেখা যাচ্ছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball