পিএসএলে রিশাদকে রিটেইন করতে চায় লাহোর কালান্দার্স
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল হাতে নিয়মিতই ভেলকি দেখাচ্ছেন রিশাদ হোসেন। তার পারফরম্যান্সে সন্তুষ্ট লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। পিএসএলের আগামী মৌসুমে রিশাদকে রিটেইন করতে চান তিনি।
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল হাতে নিয়মিতই ভেলকি দেখাচ্ছেন রিশাদ হোসেন। তার পারফরম্যান্সে সন্তুষ্ট লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। পিএসএলের আগামী মৌসুমে রিশাদকে রিটেইন করতে চান তিনি।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) প্রথমবারের মতো নাম লিখিয়েছেন ডেভিড ওয়ার্নার। টুর্নামেন্টটির তৃতীয় সংস্করণকে সামনে রেখে অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনারকে দলে ভিড়িয়েছে সিয়াটল অরকাস।
অধিনায়ক সাঞ্জু স্যামসনকে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে রাজস্থান রয়্যালস শিবিরে। দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে যাওয়ার পর পাশে থাকা সত্ত্বেও দলীয় বৈঠকে (টিম হাডল) যোগ দেননি স্যামসন। এমনকি কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও তাকে কথা বলতে দেখা যায়নি। এসব নিয়েই প্রশ্ন উঠেছে ভারতের গণমাধ্যমে, যা নিয়ে খোলাসা করেছেন স্বয়ং দ্রাবিড়।
ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চরম ব্যাটিং বিপর্যয়ের সাক্ষী হয়েছে। যদিও টিম ডেভিডের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ১৪ ওভারে ৯৫ রানের পুঁজি পায় বেঙ্গালুরু। সেই লক্ষ্য ১১ বল বাকি রেখে ৫ উইকেট হাতে রেখে রেখেই পেরিয়ে গেছে পাঞ্জাব। তাদের জয়ে বড় ভূমিকা রেখেছেন নেহাল ওয়াদহেরা।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অভিষেক ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে বাংলাদেশের লেগ স্পিনার ৩ উইকেট নিয়েছেন ২৬ রানে। দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় উপরের দিকেই আছেন রিশাদ।
একদিকে সুপার লিগে চলছে শিরোপার লড়াই। অন্যদিকে নিচের দিকে থাকা দলগুলো অবনমন ঠেকাতে লড়ছে রেলিগেশন লিগে। সেখানেই শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১৯ রানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে পারটেক্স ২৬৫ রানের লক্ষ্য দাঁড় করায়। সেই লক্ষ্যে খেলতে নেমে ৭ বল বাকি থাকতে ২৪৫ রানে অল আউট হয় শাইনপুকুর।
গত কয়েক বছরে বাংলাদেশের পেস বোলিং ইউনিট দারুণ উন্নতি করেছে। অভিজ্ঞ তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানদের সঙ্গে উঠে এসেছেন নাহিদ রানা-তানজিম হাসান সাকিবের মতো পেসার। সেই সঙ্গে আছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদের মতো পেসারও। সব মিলিয়ে কয়েক বছর আগের পেস আক্রমণের সঙ্গে বাংলাদেশের বর্তমান বোলিং আক্রমণের মিলই পাওয়া কঠিন।
চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ থেকে ছিটকে গেছেন পেসার গুরজাপনীত সিং। ২৬ বছর বয়সী বাঁহাতি পেসারের বদলি হিসেবে ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। সাউথ আফ্রিকার তরুণ ব্যাটারকে দলে নেয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশের বেশিরভাগ উইকেটই স্পিনারদের জন্য একেবারে স্বর্গের মতো। মিরপুর হলে তো সেটা আলাপের খুব বেশি প্রয়োজনই নেই। তবে মিরপুরের উইকেটের সঙ্গে সিলেট কিংবা চট্টগ্রামের উইকেটের খানিকটা পার্থক্য আছে। সিলেটে যেমন পেসাররা খানিকটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। চট্টগ্রামে অবশ্য পেসারদের সঙ্গে দাপট বেশি থাকে ব্যাটারদের।
ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ আর নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনকে ধরা হয় ক্রিকেট বিশ্বের ফ্যাবুলাস ফোর। যাদের সংক্ষেপে ডাকা হয় ফ্যাব ফোর নামে। তাদের মধ্যে বেশ কয়েকজনের ক্যারিয়ার প্রায় শেষের দিকে। কোহলি এখন শুধু ওয়ানডে আর টেস্ট খেলছেন।
বাংলাদেশ চার পেসার নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। আর হাসান মাহমুদ, নাহিদ রানার সঙ্গে আছেন খালেদ আহমেদও। তাদের চারজনেরই পরিচয় ডানহাতি পেসার। স্কোয়াডে কোনো বাঁহাতি পেসার না থাকায় অনেকেই মনে করেন জিম্বাবুয়ের বিপক্ষে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ।
৬ ম্যাচে ১৩.৬৭ গড় ও ১৪৩.৮৬ স্ট্রাইক রেট মাত্র ৮৬ রান। সেঞ্চুরির পাশাপাশি নেই কোনো হাফ সেঞ্চুরিও। ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রানের ইনিংসটা খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সবশেষ ম্যাচে। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে এমন মলিন রোহিত শর্মাকে নিয়ে তাই প্রশ্ন উঠছে প্রায়শই। আইপিএলের চলতি আসরে ‘সুপার ফ্লপ’ রোহিতের বিদায়ের সময় এসে গেছে বলে মনে করেন বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক ওপেনার মনে করেন, অবসরের আগে ডানহাতি ব্যাটারের মনে রাখার মতো কিছু করা উচিত।